বুধবার; ২১ মে ২০২৫; ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

লাইভ চলাকালে সরাসরি মেসেজ পাঠানোর সুবিধা আনছে টিকটক ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

লাইভ চলাকালে সরাসরি মেসেজ পাঠানোর সুবিধা আনছে টিকটক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৫:৩৯, ১২ মে ২০২৫

লাইভ স্ট্রিম চলাকালে ক্রেতারা যেন সরাসরি মেসেজ পাঠাতে পারে এমন আরেকটি সুবিধা যুক্ত করতে যাচ্ছে টিকটক। নতুন এই অপশনটি লাইভ স্ট্রিম চলাকালে ডিএম -এ সুইচ করে নেওয়া যাবে।

সোশ্যাল মিডিয়ার সূত্রে জানা যায়, সোশ্যাল মিডিয়া রিসার্চার জোনা মানজানো এমন একটি উদাহরণ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সুবিধাটি লাইভ চলা অবস্থায় ব্রডকাস্ট অপশনে লাইভ সেটআপ ফর ক্লায়েন্ট একুইজিশনে পাওয়া যাবে। অপশনটি চালু করলে ব্রডকাস্টের সঙ্গে একটা মেসেজ সিটিএ বাটন যুক্ত হবে।

সম্প্রতি টিকটকের চীনা সংস্করণ ডুয়োয়িং -এর লাইভ স্ট্রিমে ব্যাপক ব্যাবসায়িক সফলতার কারণে এমন ফিচার যোগ করতে যাচ্ছে বলে জানায় সংবাদমাধ্যমটি। ডুয়োয়িং প্রতি বছর ৫০০ বিলিয়ন ডলারের সেলস দিচ্ছে। দিনে দিনে টিকটকের মাধ্যমে বিক্রির পরিমাণ বাড়ছে। গত বছর ব্ল্যাক ফ্রাইডেতে টিকটক তিনগুণ বেশি বিক্রি করেছে। এরমধ্যে বিশেষভাবে লাইভ স্ট্রিমের মাধ্যমে বিক্রি হয়েছে। 

এমএএইচ

শেয়ার করুনঃ