বুধবার; ১০ সেপ্টেম্বর ২০২৫; ২৫ ভাদ্র ১৪৩২

ওয়ালটন নিয়ে এলো প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব ছবি- সংগৃহীত

ওয়ালটন নিয়ে এলো প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:৩৯, ২৮ আগস্ট ২০২৫

ওয়ালটন বাজারে এনেছে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট ওয়ালপ্যাড ১১জি, যা দিচ্ছে শক্তিশালী পারফরমেন্স, বড় ডিসপ্লে, উন্নত মাল্টিমিডিয়া ফিচার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সেরা সমন্বয়। কাজ, বিনোদন, অনলাইন ক্লাস কিংবা গেমিং।

ওয়ালপ্যাড ১১জি ট্যাবলেটটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। সাথে রয়েছে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ, যা গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারে গ্রাফিক্স পারফরমেন্সকে করবে আরও সাবলীল ও সমৃদ্ধ। ডিভাইসটিতে থাকছে ১০.৯৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে (১৯২০x১২০০ পিক্সেল রেজুলেশন) এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।

মেমোরি কনফিগারেশনে গ্রাহকরা পাচ্ছেন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইউএফএস স্টোরেজ।

ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য ওয়ালপ্যাড ১১জি-তে থাকছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর-সহ ফ্ল্যাশলাইট। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সফটওয়্যার-ইন্টিগ্রেটেড ফেস আনলক ফিচার।

শক্তিশালী সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য ওয়ালপ্যাড ১১জিতে রয়েছে ডিটিএস সাপোর্টসহ ৪টি ফুল-বক্স স্পিকার, যা সিনেমা, মিউজিক বা গেমিংসবক্ষেত্রেই ইমারসিভ অডিও দেবে। এছাড়াও, এতে থাকছে ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই (২.৪ জিএইচজে + ৫ জিএইচজে), ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ-সি, ওটিজি এবং ফোরজি সাপোর্ট। হাইব্রিড সিম স্লটের মাধ্যমে গ্রাহকরা চাইলে ডুয়াল সিম বা সিম + মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ডিভাইসটিতে রয়েছে ৭০০০ এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, প্রযুক্তিনির্ভর জীবনে বর্তমানে ট্যাবলেট অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস । কাজ, বিনোদন, অনলাইন ক্লাস কিংবা গেমিং-সবক্ষেত্রেই ট্যাব আমাদের জীবনকে আরো সহজ ও আধুনিক সুবিধা প্রদান করে।

বর্তমানে ওয়ালপ্যাড ১১জি-এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১ হাজার ৭৫০ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩ হাজার ৭৫০ টাকা। প্রতিটি ট্যাবলেটের সাথে থাকছে গ্লাস প্রটেক্টর, ফ্লিপ কভার, ২০ ওয়াট চার্জার, ১.৫ মিটার ইউএসবি ক্যাবল, সিম ইজেক্টর, ইউজার ম্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড। 

এমএএইচ

শেয়ার করুনঃ