বুধবার; ০৭ জানুয়ারি ২০২৬; ২৪ পৌষ ১৪৩২

‘মেড ইন বাংলাদেশ’ অনার ফোন, উদ্বোধন হলো অত্যাধুনিক কারখানা ছবি- সংগৃহীত

‘মেড ইন বাংলাদেশ’ অনার ফোন, উদ্বোধন হলো অত্যাধুনিক কারখানা

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৮:০৫, ২ ডিসেম্বর ২০২৫

অনার ব্র্যান্ডের মোবাইল ফোন এখন থেকে দেশেই তৈরি হবে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সেই কারখানারই উদ্বোধন হলো গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্কে। দেশে অনার মোবাইল উৎপাদন করছে দেশের শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। হাইটেক পার্কে স্মার্টের নিজস্ব কারখানায় তৈরি হবে অনার মোবাইল।

উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি বলেন, ভুল নীতির কারণে ভারত ও পাকিস্তানের চেয়ে স্মার্টফোন ব্যবহারে পিছিয়ে আছে বাংলাদেশ। দেশে এর ব্যবহারের সর্বোচ্চ ৪৫ শতাংশ। এটা বাড়াতে শুল্ক কাঠামো আরও আকর্ষণীয় করা হবে। এড-টেক, এগ্রিটেক ও ফিনটেকের বিকাশে আমরা ডেটার দাম কমাতে নতুন টেলিকম কাঠামো করেছি। 

এ সময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ ভূঁইয়া, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি পরিচালক মো. নুরুন্নবি, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কন্ট্রি ডিরেক্টর লেং গুও, দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ডেরিক জর্জ ঝেং, সাপ্লাই চেইন বিভাগের চেয়ারম্যান ডেরিক ডেং, স্মার্ট বাংলাদেশের মোবাইল বিভাগের বিজনেস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

এ সময় অনার মোবাইলের কারখানা ও প্রোডাকশন নিয়ে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এই মুহূর্তে আমাদের একটি প্রোডাকশন লাইন চালু রয়েছে। চাহিদার ভিত্তিতে খুব শিগগিরই আরও ৪টি নতুন প্রোডাকশন লাইন চালু হবে। এর মাধ্যমে অনারের মেড ইন বাংলাদেশ স্মার্টফোন উৎপাদনের আনুষ্ঠানিক যাত্রা হলো। তিনি আরও বলেন, বর্তমানে আমাদের মোট ২৫২ জন কর্মী রয়েছেন যারা  অনারের উৎপাদন কার্যক্রমে নিয়োজিত আছেন।

তিনি আরও জানান, শুধু স্মার্টফোন নয়, এই প্লান্টে স্পিকার ব্র্যান্ড এক্সট্রিম, অনার স্মার্টফোন-সহ আরও কয়েকটি প্রযুক্তি পণ্য উৎপাদনের প্রস্তুতি চলছে। ধীরে ধীরে স্মার্টের এই প্ল্যান্ট দেশের ডিভাইস ম্যানুফ্যাকচারিং সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।

এমএএইচ

শেয়ার করুনঃ