সোমবার; ০৪ আগস্ট ২০২৫; ১৯ শ্রাবণ ১৪৩২

সরকারি ব্যান্ডউইথের ব্যবহার এখন ৪ টেরাবাইট ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সরকারি ব্যান্ডউইথের ব্যবহার এখন ৪ টেরাবাইট

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৩২, ৩ আগস্ট ২০২৫

বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি (বিএসসিপিএলসি) আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে ৪ টেরাবাইটের মাইলফলক ছুঁয়েছে। এ মাসেই এই সরকারি প্রতিষ্ঠানটি এই কৃতিত্ব অর্জন করলো।

শনিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই অর্জনের কথা নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া স্টারলিংকের ইন্টারনেট সেবার জন্য ২০০ গিগাবাইট ব্যান্ডউইথ সরবরাহের পর ১ আগস্ট এই সরবরাহ ৪ টেরাবাইটে উন্নীত হয়। এর আগে, গত ২৮ এপ্রিল ব্যান্ডউইথ সরবরাহ ছিল ৩ টেরাবাইট। অর্থাৎ, মাত্র তিন মাসে বিএসসিপিএলসি ব্যান্ডউইথ সরবরাহ ১ টেরাবাইট বৃদ্ধি করেছে।

সরকার আরও জানিয়েছে, এপ্রিলের আগের আট মাসে ব্যান্ডউইথ ব্যবহার ১.১০ টেরাবাইট বৃদ্ধি পেয়েছিল। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে বিএসসিপিএলসির ৬৫ শতাংশের বেশি সক্ষমতা অব্যবহৃত ছিল। অন্তর্বর্তী সরকারের এক বছরের মেয়াদে ব্যান্ডউইথ সরবরাহ ১২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

বিএসসিপিএলসি সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল) ও সাবমেরিন কেবল কোম্পানির ব্যান্ডউইথ সরবরাহ ৫০ শতাংশ নির্ধারণ করে। এর পাশাপাশি স্টারলিংকের ব্যান্ডউইথ চাহিদা পূরণের ফলে সরবরাহ আরও বৃদ্ধি পেয়েছে। স্টারলিংক পূর্বে বিএসসিপিএলসির কাছে ব্যান্ডউইথের চাহিদা জানিয়েছিল, যা ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ