আয়ের অর্ধেকই মুনাফা সাবমেরিন ক্যাবলসের
Published : ১৩:২৮, ২২ এপ্রিল ২০২৫
২০২৫ সালের প্রথম ৩ মাসের আয়ের অর্ধেকের বেশি মুনাফা করেছে সাবমেরিন ক্যাবলস পিএলসি। গত ৩ মাসে (জানুয়ারি থেকে মার্চ) প্রতিষ্ঠানটি ৯৯ কোটি টাকার ব্যবসা করেছে। সব ধরনের খরচ বাদ দিয়ে প্রতিষ্ঠানটি মুনাফা দেখিয়েছে ৪৮ কোটি টাকা।
কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। সোমবার (২১ এপ্রিল) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া কোম্পানির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে সাড়ে ৭ কোটি টাকার বেশি বেড়েছে। ২০২৪ সালের প্রথম ৩ মাসে কোম্পানিটি মুনাফা করেছিল ৪০ কোটি ৪৫ লাখ টাকা। এই সময়ের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে সোয়া ২ শতাংশের কিছু বেশি। চলতি বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটি ব্যবসা করেছে ৯৯ কোটি ৪২ লাখ টাকার। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯৭ কোটি ২০ লাখ টাকা।
যদিও সাবমেরিন ক্যাবলসের আর্থিক বছরের হিসাব করা হয় জুলাই-জুনের অর্থবছরের হিসাবে। সেই হিসাবে, গত মার্চ শেষে কোম্পানিটির তিনটি প্রান্তিক শেষ হয়েছে।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটি গত ৯ মাসে (জুলাই থেকে মার্চ) ২৯৪ কোটি টাকার ব্যবসা করেছে। তার আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৩৮ কোটি টাকা। তবে ১ বছরের ব্যবধানে কোম্পানিটির ৪৪ কোটি টাকার ব্যবসা কমেছে। গত জুলাই থেকে মার্চে ২৯৪ কোটি টাকার আয়ের বিপরীতে সব ধরনের খরচ বাদ দিয়ে কোম্পানিটি মুনাফা করে ১৪০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে ৩৩৮ কোটি টাকার ব্যবসা করে কোম্পানিটি মুনাফা করেছিল ১৬৮ কোটি টাকা।
এমএএইচ















