বৃহস্পতিবার; ২০ নভেম্বর ২০২৫; ৬ অগ্রাহায়ণ ১৪৩২

অবৈধ ফোনের ব্যবহার বন্ধে ১৬ ডিসেম্বর চালু হচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন ছবি: সংগৃহীত

অবৈধ ফোনের ব্যবহার বন্ধে ১৬ ডিসেম্বর চালু হচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ২৩:৫৮, ২৯ অক্টোবর ২০২৫

অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা।  এটি চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অবৈধ পথে দেশে আসা ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলে আশাবাদী সরকার।

বুধবার (২৯ অক্টোবর) টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার তথ্য ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এনইআইআর একটি সিস্টেম যা প্রতিটি মোবাইল ফোনসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধন করবে। ফলে বৈধ ও অবৈধ মোবাইল ফোনসেট সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। এই উদ্যোগ বাস্তবায়নে বিটিআরসির পাশাপাশি গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক নিজস্ব ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (ইআইআর) উন্নয়নে কাজ করছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই সিস্টেম চালু হলে অবৈধভাবে দেশে আসা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে। এতে সরকারের রাজস্ব ক্ষতি কমবে এবং দেশীয় মোবাইল ফোন উৎপাদনশিল্প আরও সুরক্ষিত হবে। পাশাপাশি চুরি হওয়া বা অপরাধমূলক কাজে ব্যবহৃত ডিভাইস দ্রুত শনাক্ত ও ব্লক করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এনইআইআর শুধু একটি প্রযুক্তিগত ব্যবস্থা নয়, এটি নাগরিকের নিরাপত্তা, রাষ্ট্রীয় শৃঙ্খলা ও টেলিযোগাযোগ খাতের স্বচ্ছতা নিশ্চিত করার জাতীয় অঙ্গীকার। এনইআইআর চালুর ফলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) জালিয়াতি, সিম প্রতারণা ও স্ক্যাম কার্যকরভাবে প্রতিরোধ করা যাবে।  একই সঙ্গে ই-কেওয়াইসি (নো ইওর কাস্টমার) যাচাই শক্তিশালী হবে।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক এ সম্পর্কিত এক উপস্থাপনায় বলেন, নতুন মোবাইল ফোন সেট নেটওয়ার্কে যুক্ত হলে প্রাথমিকভাবে সচল রেখে এনইআইআরের মাধ্যমে বৈধতা যাচাই করা হবে।  বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে।  অবৈধ মোবাইল ফোনসেটের গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানিয়ে এক মাস সংযুক্ত রাখা হবে। এ সময় পার হলে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হবে। তবে বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে কেনা বা উপহার প্রাপ্ত হ্যান্ডসেট বিশেষ নিবন্ধনের মাধ্যমে সচল করা যাবে।

এনইআইআর উদ্যোগের প্রশংসা করে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাকারিয়া শহীদ বলেন, দেশীয় উৎপাদনকারীরা চাহিদা মিটিয়ে বিদেশে মোবাইল ফোনসেট রপ্তানি করবে।

সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, কমিশনার মাহমুদ হোসেইন-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এক নামে ১০টির বেশি সিম রাখার দিন শেষ হচ্ছে বৃহস্পতিবার।  ১ নভেম্বর থেকে এক নামে ১০টির বেশি সিম কেনা যাবে না।  ডিসেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা (১০টি সিম) আরও কমানো হতে পারে।    

এমএএইচ

শেয়ার করুনঃ