বৃহস্পতিবার; ২০ নভেম্বর ২০২৫; ৬ অগ্রাহায়ণ ১৪৩২

পতন ঠেকিয়েছে গ্রামীণফোন ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পতন ঠেকিয়েছে গ্রামীণফোন

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৮:১৬, ২৭ অক্টোবর ২০২৫

সার্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ৪ হাজার ১০ কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি। এই প্রান্তিক শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫৬ লাখে। বর্তমানে মোট গ্রাহকের ৫৯ দশমিক ৮ অর্থাৎ ৫ কোটি ১২ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন।

সোমবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এই তথ্য জানিয়েছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা  ইয়াসির আজমান বলেন, বছরের শুরুতে আমাদের একটি  দৃঢ় অঙ্গীকার ছিলো- আমরা দায়িত্বশীলভাবে প্রবৃদ্ধি অর্জন করব এবং খরচের দক্ষতা বজায় রাখব। গর্বের সঙ্গে বলতে পারি, আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি।

গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক বলেন, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এখনও স্থবির এবং বাজার জুড়ে প্রবৃদ্ধি আমাদের প্রত্যাশার তুলনায় ধীর। তবুও এ প্রান্তিকে আমাদের আর্থিক ফল আশাব্যঞ্জক। স্থিতিশীল মুনাফার হার এবং মূল ব্যবসায়িক ক্ষেত্রগুলোতে কঠোর শৃঙ্খলার মাধ্যমে আমরা পুনরায় প্রবৃদ্ধিতে ফিরেছি।

আয়ের ক্ষেত্রে বলতে পারি, টানা চার প্রান্তিকের পতনের পর এবার গত বছরের একই সময়ের তুলনায় আমাদের আয় ১ দশমিক ৪ বৃদ্ধি পেয়েছে। এই প্রান্তিকে আমাদের ব্যয় ১ শতাংশ বেড়েছে, যেখানে মুদ্রাস্ফীতি এখনও ৮ শতাংশের বেশি।  এ প্রান্তিকে ইবিআইটিডিএ ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আয়ের প্রবৃদ্ধির চেয়ে বেশি। তবুও আমাদের এনপিএটি মার্জিন শক্তিশালী অবস্থানে রয়েছে ১৮ দশমিক ৭ শতাংশ।

এমএএইচ

শেয়ার করুনঃ