সোমবার; ০৬ অক্টোবর ২০২৫; ২০ আশ্বিন ১৪৩২

স্টার্টআপে অর্থায়নে নতুন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি আসছে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

স্টার্টআপে অর্থায়নে নতুন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি আসছে

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১০:৩২, ৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংক প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী, এবং অভিনব স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের জন্য একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠনের উদ্যোগ নিয়েছে। এই কোম্পানির ভেঞ্চার ফান্ড থেকে বৈচিত্র্যপূর্ণ ও সম্ভাবনাময় উদ্যোগে বিনিয়োগ করা হবে, যাতে এসব স্টার্টআপ সহজেই সফলতার পথে এগিয়ে যেতে পারে।

স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ গ্রহণ করেছে। নতুন এই ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির মূলধন হবে ৬৫০ কোটি টাকা, যা যৌথভাবে সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো। গত ২ সেপ্টেম্বর, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এই কোম্পানি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে, গত জুলাই মাসে এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর জন্য মূলধন বিনিয়োগ সহজতর করতে এই কোম্পানি গঠন করা হবে। ব্যাংকগুলো তাদের স্টার্টআপ তহবিলে রক্ষিত অর্থ এই কোম্পানিতে মূলধন হিসেবে বিনিয়োগ করবে, যা তাদের আর্থিক বিবরণীতে মূলধন বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে।

ইতোমধ্যে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সভা করেছে। সভায় অংশগ্রহণকারী বেশিরভাগ ব্যাংক আগামী তিন থেকে চার মাসের মধ্যে কোম্পানি গঠন ও কার্যক্রম শুরুর বিষয়ে সম্মতি প্রকাশ করেছে।

সভা শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, আমরা স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তা উল্লেখযোগ্যভাবে সফল হয়নি। বর্তমানে কৃষি ও প্রযুক্তি খাতে নতুন ও অভিনব উদ্যোগ আসছে। ব্যাংক থেকে ঋণ দেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হয়, যার কারণে অনেক উদ্যোক্তা ঋণ পান না। এই সমস্যা সমাধানে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠন করা হচ্ছে।

এই কোম্পানির মূলধন হিসেবে বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকা সরবরাহ করবে। এছাড়া, বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মুনাফার ১ শতাংশ অংশ দিয়ে একটি তহবিল গঠন করবে, যা এই কোম্পানিতে মূলধন হিসেবে বিনিয়োগ করা হবে। কোম্পানিটির কার্যালয় হবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে। এই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড থেকে ঋণ দেওয়া হবে না; বরং অভিনব উদ্যোগে মূলধন হিসেবে বিনিয়োগ করা হবে। প্রকল্প মুনাফা অর্জন করলে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি সেই উদ্যোগ থেকে বের হয়ে আসবে, যা বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি।

কোম্পানিটি পরিচালনার জন্য একটি বিনিয়োগ কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হবে, যেখানে বাংলাদেশ ব্যাংক, বেসরকারি ব্যাংক এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা থাকবেন। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই কোম্পানি গঠন সম্পন্ন হবে, এবং উদ্যোক্তারা এর মাধ্যমে তাদের প্রকল্পে বিনিয়োগ পাবেন।

এমএএইচ

শেয়ার করুনঃ