সোমবার; ০৬ অক্টোবর ২০২৫; ২০ আশ্বিন ১৪৩২

শাওমি ১৭ সিরিজে পেছনেও থাকছে ডিসপ্লে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শাওমি ১৭ সিরিজে পেছনেও থাকছে ডিসপ্লে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

শাওমি নতুন ১৭ সিরিজ বাজারে এনেছে। এই সিরিজের ১৭ প্রো এবং ১৭-প্রো ম্যাক্স মডেলের সেটে পেছনে নতুনভাবে একটি সেকেন্ডারি ডিসপ্লে বসানো হয়েছে। ফোনগুলো অ্যাপলের আইফোন ১৭ সিরিজের সঙ্গে তুলনা করে ডিজাইন করা। এতে ব্যাটারি, পারফরমেন্স এবং ক্যামেরা আগের চেয়ে আপগ্রেডেড। সিরিজটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট। পাশাপাশি দেওয়া হয়েছে বড় আকারের ব্যাটারি।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, শাওমির সিইও লেই জুন উদ্বোধনী অনুষ্ঠানে এই ফোনগুলোকে অ্যাপলের সঙ্গে সরাসরি তুলনা করেছেন। প্রো মডেলে ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ার এবং প্রো-ম্যাক্সে ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এতে আছে ১০০ ওয়াট চার্জিং সুবিধা। ক্যামেরায় তিনটি ৫০ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। টেলিফটো লেন্সে লো-লাইট পারফরম্যান্স আরও উন্নত করা হয়েছে।

ফোনগুলো চায়নায় প্রি-অর্ডারের জন্য ছাড়া হয়েছে। দাম শুরু ৪ হাজার ৪৯৯ ইয়েন (প্রায় ৬৩০ ডলার) থেকে। গ্লোবাল লঞ্চ আগামী ফেব্রুয়ারিতে হতে পারে। ফোনটি প্রতিযোগিতামূলক বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য সংবাদমাধ্যমটির।

এমএএইচ

শেয়ার করুনঃ