ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজিংয়ে নতুন ফিচার
Published : ১৮:১০, ২৭ মে ২০২৫
ডিরেক্ট মেসেজিংয়ে (ডিএম) নতুন কিছু আপডেট নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। এই আপডেটগুলোর মধ্যে রয়েছে ভয়েস মেসেজের ট্রান্সক্রিপশন, দীর্ঘতর ভয়েস ক্লিপ এবং গ্রুপ চ্যাটে নতুন ফিচার।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, প্ল্যাটফর্মে পাবলিক পোস্ট বা স্টোরিজের তুলনায় ডিএম-এ ছবি ও ভিডিও শেয়ারিং বেশি হচ্ছে, যাকে তিনি “প্যারাডাইম শিফট” হিসেবে অভিহিত করেছেন। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ইনস্টাগ্রাম নতুন ফিচার যুক্ত করেছে বলে তিনি মন্তব্য করেন।
এখন থেকে ব্যবহারকারীরা ডিএম-এ পাঠানো ভয়েস মেসেজের ট্রান্সক্রিপশন দেখতে পারবেন। অডিওর নিচে থাকা ভিউ ট্রান্সক্রিপশন বাটনে ট্যাপ করে মেসেজের লিখিত রূপ পড়া যাবে। এছাড়া ক্লিপের সর্বোচ্চ সীমা ১ মিনিট থেকে বাড়িয়ে ৫ মিনিট করা হয়েছে।
এছাড়া, গ্রুপ চ্যাটে ফলো অল অপশন যুক্ত হয়েছে, যা দিয়ে ব্যবহারকারীরা গ্রুপের সবাইকে একসঙ্গে ফলো করতে পারবেন। আগামী সপ্তাহগুলোতে এই ফিচারগুলো পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম সোশ্যালমিডিয়াটুডে।
এমএএইচ














