বৃহস্পতিবার; ২২ মে ২০২৫; ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সৌদি আরবে ব্যবসা সম্প্রসারণের জন্য বিনিয়োগ পেয়েছে মার্কোপোলোডটএআই রুবাইয়াত ও তাসফিয়া। ছবি: সংগৃহীত

সৌদি আরবে ব্যবসা সম্প্রসারণের জন্য বিনিয়োগ পেয়েছে মার্কোপোলোডটএআই

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৫:৫৭, ১৩ মে ২০২৫

বাংলাদেশের এআইভিত্তিক স্টার্টআপ মার্কোপোলোডটএআই সৌদি আরবে ব্যবসা সম্প্রসারণের জন্য ২০ লাখ ডলার (প্রায় ২২ কোটি টাকা) মূলধন সংগ্রহ করেছে। সৌদি আরবের বিনিয়োগ প্রতিষ্ঠান জোয়া ক্যাপিটাল এই সিড ফান্ডিং রাউন্ডে নেতৃত্ব দিয়েছে, যেখানে টিম ইগনাইট পার্টনারস এবং কয়েকজন বিনিয়োগকারী অংশ নিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২২ সালে প্রতিষ্ঠিত মার্কোপোলোডটএআই ভোক্তা ব্র্যান্ডগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত গো-টু-মার্কেট (জিটিএম) অটোমেশন প্ল্যাটফর্ম তৈরি করছে। এর লক্ষ্য হলো এমন এআই এজেন্ট গড়ে তোলা, যারা বিপণন ও বিক্রয় দলের সঙ্গে কাজ করে দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করবে। এতে দলগুলো কৌশলগত পরিকল্পনায় বেশি মনোযোগ দিতে পারবে। প্রতিষ্ঠানটি তিনটি মূল এআই এজেন্ট স্যুট প্রদান করে:

মার্ক: মেটা, গুগল, টিকটক ও ইয়াহু জাপানে মিডিয়া ক্রয় ও প্রচারণা পরিচালনার জন্য এআই এজেন্ট।

নাবিক: ব্যক্তিগতকৃত ক্রস-চ্যানেল কথোপকথন প্রচারণার জন্য স্কেলেবল বিক্রয় এজেন্ট, যা লাখো প্রচারণা পরিচালনা করতে পারে।

ডিপডাইভ: রিয়েল-টাইম সামাজিক মাধ্যম শ্রবণ ও ব্যস্ততা ইঞ্জিন, যা ভোক্তা ডেটা বিশ্লেষণ করে কার্যকর আউটরিচ পরিচালনা করে।

মার্কোপোলোডটএআই সৌদি আরবে তাদের কার্যক্রম জোরদার করছে। ন্যাশনাল টেকনোলজি ডেভেলপমেন্ট প্রোগ্রামর সমর্থনে তারা সেখানে একটি দপ্তর স্থাপন করেছে। এছাড়া, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তাকাদাম কোহর্ট-৮ (২০২৫) প্রোগ্রামে নির্বাচিত হয়ে ১ লাখ ৪০ হাজার ডলার অনুদান পেয়েছে। লিপ ২০২৪র এআই ওসিস হ্যাকাথনে বিজয়ী হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি এর আগে একসেলারেটিং এশিয়া, স্টার্টআপ বাংলাদেশ ও ডিআইভিসি থেকে বিনিয়োগ পেয়েছে।

প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাসফিয়া তাসবিন বলেছেন, আমরা কেবল সফটওয়্যার তৈরি করছি না, বরং এমন এআই কর্মী গড়ছি, যারা আপনার সেরা বিপণন বিশেষজ্ঞের মতো চিন্তা ও কাজ করতে পারে।

জোয়া ক্যাপিটালর প্রধান নির্বাহী ইউসুফ আলইউসেফি বলেন, মার্কোপোলোডটএআই এআই-চালিত প্ল্যাটফর্মের মাধ্যমে বিপণন ও বিক্রয়ের ভবিষ্যৎ গঠন করছে। তাদের দ্রুত অগ্রগতি তাদের দক্ষতার প্রমাণ। সৌদি আরবের উদ্ভাবনী পরিবেশে তাদের বৈশ্বিক সম্প্রসারণে সহায়তা করতে পেরে আমরা উৎসাহিত।

তাসফিয়া তাসবিন ও রুবাইয়াত মোস্তফার হাত ধরে গড়ে ওঠা মার্কোপোলোডটএআই যুক্তরাষ্ট্র, সৌদি আরব, জাপান ও বাংলাদেশে নিবন্ধিত। বর্তমানে ৬০ জন কর্মী নিয়ে ৪০টির বেশি দেশে তাদের কার্যক্রম বিস্তৃত।

উল্লেখ্য, ২০২৩ সালে ফোর্বস এশিয়ার ৩০ বছরের নিচে ৩০ তরুণের তালিকায় স্থান পেয়েছিলেন তাসফিয়া ও রুবাইয়াত।

এমএএইচ

শেয়ার করুনঃ