.png)

৪৫ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে চালডাল
Published : ১১:৩১, ২৮ এপ্রিল ২০২৫
দেশের স্টার্টআপ প্রতিষ্ঠান চালডাল ডট কম প্রায় ৪৫ লাখ ডলারের নতুন বিনিয়োগ পেয়েছে। এর ৯০ শতাংশের বেশি বিদেশি বিনিয়োগ। স্টার্টআপ বাংলাদেশের নিয়মিত রাউন্ডআপ থেকে মিলেছে বাকি ১০ শতাংশের মতো।
ওয়াই-কম্বিনেটর, স্ক্যালাসহ অনেকে চালডালে বিনিয়োগ করেছে। সম্প্রতি ১৫টির মতো বিদেশি ভেঞ্চার ক্যাপিটালের বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। তবে কোন প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চেয়েছে সেই নাম প্রকাশ করতে চায় না চালডাল। নতুন বিনিয়োগ প্রতিষ্ঠানের ব্যবসায় সম্প্রসারণে ব্যয় হবে না, গবেষণা ও উন্নয়নের কাজে ব্যয় করা হবে বলে জানা গেছে। এআই প্রযুক্তিতে ব্যয় করা হতে পারে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি সব মিলিয়ে ৩৫ মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ পেয়েছে।
জানা গেছে, চালডাল ডটকমে এখন পর্যন্ত ২৮টি প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ এসেছে। ৯টি ফান্ডিং রাউন্ড থেকে সংগ্রহ করেছে ৩৫ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ। সবচেয়ে বড় বিনিয়োগ পেয়েছে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর ১০ মিলিয়ন ডলার। সিড রাউন্ডে এ বিনিয়োগ আসে এক্সপ্লোরেশন ক্যাপিটেলের কাছ থেকে।
এমএএইচ