বৃহস্পতিবার; ১৭ জুলাই ২০২৫; ২ শ্রাবণ ১৪৩২

স্পার্ক ৪০ সিরিজের দুটি নতুন ফোন নিয়ে এলো টেকনো ছবি- সংগৃহীত

স্পার্ক ৪০ সিরিজের দুটি নতুন ফোন নিয়ে এলো টেকনো

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:৫৬, ১৪ জুলাই ২০২৫

ক্যামন ৪০ সিরিজের সফলতার পর দেশে নতুন স্পার্ক ৪০ সিরিজ নিয়ে এসেছে টেকনো। এই সিরিজে রয়েছে দুটি আকর্ষণীয় ফোন স্পার্ক ৪০ ও স্পার্ক ৪০ প্রো। এই দুটি মডেলসহ স্পার্ক ৪০ সিরিজের আরও মডেল বাজারে আসবে। স্পার্ক ৪০ সিরিজের স্লিম এভার, স্ট্রং ফরেভার" স্লোগানের সঙ্গে মিল রেখে এই স্মার্টফোনগুলোতে রয়েছে স্লিম এবং স্টাইলিশ ডিজাইন, ডিউরাবিলিটি ও দুর্দান্ত পারফরমেন্সের অসাধারণ কম্বিনেশন।

এই সিরিজের স্পার্ক ৪০ প্রো স্মার্টফোনটি মাত্র ৬.৬৯ মিলিমিটার স্লিম হলেও অত্যন্ত টেকসই। এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, এসজিএস-সার্টিফায়েড ড্রপ প্রোটেকশন এবং আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্স, যা এটিকে প্রতিদিনের ব্যবহারের জন্য নির্ভরযোগ্য সঙ্গী করে তোলে।

ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা। এর সাথে যুক্ত হয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট। স্পার্ক ৪০ প্রো ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল হেলিও জি১০০ প্রসেসরস পাশাপাশি রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি এক্সটেন্ডেড), যা মাল্টিটাস্কিং, গেমিং ও মিডিয়া ব্যবহারের সবক্ষেত্রে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে।

স্লিম ফোন হওয়ার পরেও এই ফোনে রয়েছে বিশাল ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। ডিভাইসটি টিইউভি-সার্টিফায়েড, যা ৪ বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন পারফরমেন্সের নির্ভরযোগ্য নিশ্চয়তা প্রদান করে পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল করার জন্য রয়েছে আইআর রিমোট কন্ট্রোল।

এই সিরিজের আর একটি, মডেল টেকনো স্পার্ক ৪০ যাতে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৭.৬৭ মিলিমিটারের স্লিক ডিজাইন। এতে হেলিও জি৮১ প্রসেসর ও প্রো মডেলে থাকা বেশকিছু এআই ফিচার সহ দুর্দান্ত সব ফিচারের সাথে লঞ্চ হয়েছে। 

স্পার্ক ৪০-এর দাম ১৩ হাজার ৯৯৯ টাকা এবং স্পার্ক ৪০ প্রো-এর দাম ১৯ হাজার ৯৯৯ টাকা। আগামীকাল ১৫ জুলাই থেকে ফোন দুটি বাজারে পাওয়া যাবে।

এমএএইচ

শেয়ার করুনঃ