বৃহস্পতিবার; ২২ মে ২০২৫; ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বিকাশ অ্যাপে লগইন, পেমেন্ট ও মোবাইল রিচার্জ এখন আরও সহজ ছবি- সংগৃহীত

বিকাশ অ্যাপে লগইন, পেমেন্ট ও মোবাইল রিচার্জ এখন আরও সহজ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৫:৩৫, ৮ মে ২০২৫

আগেই চালু হওয়া বায়োমেট্রিক লগইনের পাশাপাশি এবার বায়োমেট্রিক ফেস আইডি ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পেমেন্ট ও মোবাইল রিচার্জ করার সুবিধাও চালু হলো বিকাশ অ্যাপে। ফলে, গ্রাহকের প্রতিদিনের লেনদেন হলো আরও নিরবচ্ছিন্ন, দ্রুত ও নিরাপদ। এখন এক হাজার টাকা পর্যন্ত যেকোনও বিকাশ পেমেন্ট ও মোবাইল রিচার্জের ক্ষেত্রে গ্রাহককে আর বার বার পিন বা গোপন নম্বর দিতে হবে না।

গ্রাহকরা বিকাশ অ্যাপের লগইন স্ক্রিন অথবা প্রোফাইল থেকে এই সেবাটি চালু করতে পারবেন। সেবাটি চালু করতে লগইন স্ক্রিন অথবা গ্রাহকের প্রোফাইল থেকে বায়োমেট্রিক অপশনে ক্লিক করে পরের ধাপে পিন দিয়ে বায়োমেট্রিক লগইন ও লেনদেন চালু করতে হবে। এরপর থেকে প্রতিবার লগইন ও লেনদেন করতে আর পিন দিতে হবে না।

ডিভাইসে সেট করা ফেস আইডি অথবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই গ্রাহকরা বিকাশ অ্যাপে লগইন ও লেনদেন করতে পারবেন। প্রয়োজনমতো গ্রাহক আবার অ্যাপের প্রোফাইল থেকে ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট সেবাটি বন্ধও করতে পারবেন।

এমএএইচ

শেয়ার করুনঃ