.png)

বাজার থেকে উঠিয়ে নেওয়া হলো অ্যাংকারের ৫ লাখ পাওয়ার ব্যাংক
Published : ১৫:১১, ২১ সেপ্টেম্বর ২০২৫
অগ্নিকাণ্ড বা বিস্ফোরণজনিত সমস্যার কারণে অ্যাংকার তাদের পাঁচটি মডেলের পাওয়ার ব্যাংক বাজার থেকে উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই পাঁচটি মডেল মিলিয়ে যার মোট সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ইউনিট। ইউএস কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন (ইউএসসিপিএসসি) জানিয়েছে, এই পাওয়ার ব্যাংকগুলোর কারণে ৩৩টি অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা রিপোর্ট হয়েছে যার মধ্যে চারটিতে সামান্য পোড়া এবং একটিতে উল্লেখযোগ্য সম্পত্তির ক্ষতি হয়েছে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বাজার থেকে রি-কল করা মডেলগুলোর মধ্যে রয়েছে অ্যাংকার পাওয়ার ব্যাংক (মডেল এ১২৫৭, এ১৬৪৭), অ্যাংকার ম্যাগগো পাওয়ার ব্যাংক (মডেল এ১৬৫২) এবং অ্যাংকার জোলো পাওয়ার ব্যাংক (মডেল এ১৬৮১, এ১৬৮৯)। এই পাওয়ার ব্যাংকগুলো ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বেস্ট বাই, টার্গেট, অ্যামাজন, আলি এক্সপ্রেস, ওয়ালমার্ট, ইবে এবং টিকটকের মাধ্যমে বিক্রি হয়েছে।
অ্যাংকারের পক্ষ থেকে জানানো হয়েছে, লিথিয়াম-আয়ন ব্যাটারির একটি সরবরাহকারীর সমস্যার কারণে এই রি-কল ঘোষণা করা হয়েছে। ব্যবহারকারীদের এই ডিভাইস ব্যবহার বন্ধ করে নিরাপদে লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য নির্ধারিত সুবিধা ব্যবহার করতে বলা হয়েছে। এজন্য অ্যাংকার পূর্ণ রিফান্ড বা গিফট কার্ডের ব্যবস্থা করছে।
এমএএইচ