.png)

চীনের টিকটকের যুক্তরাষ্ট্রে ভবিষ্যত কী
Published : ১৪:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে একটি চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) একটি ফোনালাপে এই বিষয়ে আলোচনা করেন দুই নেতা। যদিও বেইজিংয়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক কোনও খবর এখনও আসেনি। সংবাদ বিবিসির।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই ফোনকলটি ছিল অত্যন্ত গঠনমূলক। তিনি শি-এর অনুমোদনকে ‘কৃতজ্ঞতার সঙ্গে’ গ্রহণ করেছেন। এই চুক্তির আওতায় টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রি করা হবে একদল মার্কিন বিনিয়োগকারীর কাছে।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া আলোচনার ফলাফল স্পষ্টভাবে জানায়নি। শি-কে উদ্ধৃত করে বলা হয়েছে, বেইজিং টিকটক নিয়ে আলোচনাকে স্বাগত জানাচ্ছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স-পরিচালিত টিকটককে আগে জানানো হয়েছিল, তাদের যুক্তরাষ্ট্রের কার্যক্রম অবশ্যই বিক্রি করতে হবে; নইলে অ্যাপটি ব্যান করা হবে।
ট্রাম্প জানুয়ারিতে প্রথমবারের মতো এই ঘোষণা দেন। তারপর থেকে চারবার অ্যাপ ব্যানের সময়সীমা পিছিয়ে দেন এবং চলতি সপ্তাহের শুরুতে আবারও সময়সীমা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করেন। নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, দুই পক্ষই বাণিজ্য ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তারা অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় শুরু হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে সাক্ষাৎ করবেন। পাশাপাশি ট্রাম্প চীন সফরেও যাবেন।
শুক্রবার বিকেলে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চুক্তিতে এখনও স্বাক্ষর বাকি এবং শীঘ্রই এর একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া হতে পারে। তিনি যোগ করেন, আমরা সেই চুক্তি সম্পন্ন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যুক্তরাষ্ট্র অ্যাপটির ওপর খুব কড়া নিয়ন্ত্রণ রাখবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির আওতায় একদল মার্কিন কোম্পানি- যার মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ ল্যারি এলিসন-সহ-প্রতিষ্ঠিত ওরাকলও রয়েছে- বাইটড্যান্স থেকে লাইসেন্সকৃত অ্যালগরিদম প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালিয়ে যাবে। তবে আলোচনার বড় জটিলতা হলো, টিকটকের ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর কাছে কনটেন্ট পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত শক্তিশালী অ্যালগরিদমটির মালিকানা কার হাতে থাকবে।
সিনহুয়া জানিয়েছে, টিকটক নিয়ে চীনের অবস্থান খুবই স্পষ্ট। তারা কোম্পানিগুলোকে বাজারের নিয়ম মেনে বাণিজ্যিক আলোচনায় অংশ নিতে এবং এমন সমাধানে পৌঁছাতে স্বাগত জানায় যা চীনা আইন, বিধিবিধান এবং স্বার্থের ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
শুক্রবার বাইটড্যান্সের একটি বিবৃতি চুক্তির অবস্থান নিয়ে আরও সংশয় সৃষ্টি করে। সংস্থার এক মুখপাত্র বলেন, বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের আইনের নিয়মকানুন মেনে চলবে, যাতে টিকটক ব্যবহারকারীরা আমেরিকায় ‘টিকটক ইউএস’ নামের আলাদা সংস্করণের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করতে পারে। তিনি যুক্তরাষ্ট্রে টিকটক বজায় রাখার প্রচেষ্টার জন্য দুই প্রেসিডেন্টকেও ধন্যবাদ জানান।
এমএএইচ