.png)

চীনা বাজারে এনভিডিয়ার নতুন চিপের চাহিদা কমেছে
Published : ১৭:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫
চীনা বাজারের জন্য তৈরি এনভিডিয়ার সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ আরটিএক্স৬০০০ডি তেমন সাড়া পাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশটির বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেকেই এ চিপ অর্ডার না করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত এআই ইনফারেন্স কাজে ব্যবহারের জন্য বানানো এই চিপের দাম ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
পরীক্ষায় দেখা গেছে, এর পারফরমেন্স যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলেও চীনের বাজারে সহজলভ্য গেমিং চিপ আরটিএক্স৫০৯০-এর চেয়ে পিছিয়ে। অথচ দাম প্রায় দ্বিগুণ। আরটিএক্স৬০০০ডির মূল্য প্রায় ৫০ হাজার ইউয়ান। অন্যদিকে, আলিবাবা, টেনসেন্ট ও বাইট-ড্যান্সের মতো চীনা টেক জায়ান্টগুলো অপেক্ষায় আছে এইচ২০ চিপের চালান পুনরায় শুরু হয় কিনা তা হবে কি না, যদিও জুলাইয়ে এনভিডিয়া বিক্রির অনুমতি পেয়েছে। এছাড়া, আরও শক্তিশালী বি৩০এ চিপের অনুমোদনের দিকেও তারা নজর রাখছে।
এনভিডিয়া এ সপ্তাহেই আরটিএক্স৬০০০ডি সরবরাহ শুরু করেছে বলে জানা গেছে।
সূত্র: সিএমজি
এমএএইচ