মঙ্গলবার; ২৩ সেপ্টেম্বর ২০২৫; ৭ আশ্বিন ১৪৩২

নতুন টেলিকম নীতিমালায় সংশোধন না আনলে প্রয়োজনে আইনি পদক্ষেপ ছবি: ইনফোটেকইনসাইট ডট কম

নতুন টেলিকম নীতিমালায় সংশোধন না আনলে প্রয়োজনে আইনি পদক্ষেপ

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৬:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২৫

দেশের টেলিকম বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজিস রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন,নতুন টেলিকম পলিসি কার্যকর হলে দেশীয় উদ্যোক্তারা হুমকির মুখে পড়বে। বিনিয়োগও ঝুঁকিতে পড়বে। এক সময় কোনও অস্তিত্ব থাকবে না। রাজধানীর মহাখালির রাওয়া ক্লাবে রবিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিম নতুন টেলিকম পলিসি: দেশি উদ্যোক্তাদের অস্তিত্বের প্রশ্ন- শিরোনামের এই মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, যে প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায় নতুন টেলিকম পলিসি তৈরি হচ্ছে, তাতে দেশের বাইরে টাকা পাচারের একটা সুযোগ তৈরি হবে। ফলে নতুন টেলিকম নীতিমালায় সংশোধন আনতেই হবে। 

মতবিনিময় সভায় দেশের চারটি নেটওয়ার্ক অবকাঠামো অপারেটরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিবি'র সভাপতি আমিনুল হাকিম,  সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, আইআইজিএবির মহাসচিব আহমেদ জুনায়েদ, আইওএফ সভাপতি আসিফ রাব্বানী, আইওএফ-এর প্রধান পরিচালন কর্মকর্তা  মুশফিক মঞ্জুর, এআইওবি সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমিনুল হাকিম বলেন, আমাদের আশা আজকের এ আয়োজনের মাধ্যমে আমরা একটা মেসেজ সরকারের কাছে পৌঁছাবো। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সাথে বসবেন। সমাধান না হলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। একইরকম ইঙ্গিত দিয়েছেন আইওএফ সভাপতি।

এর আগে উপস্থাপন করা এক উপস্থাপনায় আইএসপিএবি'র যুগ্ম মহাসচিব ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন বলেন, নতুন নীতিমালায়  ন্যয্যতা ও কার্যকারিতার ধারা অস্পষ্ট। আমরা ৭টি ধারায় আমাদের সংশোধনী দিয়েছি। এরমধ্যে সিএমএসপিদের ক্যাবল ও ওয়্যারলেস উভয়ই ব্যবহারের সুযোগ দিয়ে এফপিএসপিদের বিনিয়োগ সুরক্ষা না দিয়ে সাংঘর্ষিক পরিবেশ তৈরি করা হয়েছে। জেলা পর্যায়ে ইন্টারনেট সেবাদাতাদের মাধ্যমে ডিজিটাল সেবা না দেওয়ার বিধান থাকায় তা স্পষ্ট গ্রাহক বৈষম্য গড়ে তোলা হয়েছে তা বাতিল করতে হবে। এনআইসিএসপিকে কেবল ব্ল্যাকহোলে ক্যাবল স্থাপন করতে পারবে এমন বাধ্যবাধকতা রাখতে হবে। তা না হলে যে সুনির্দিষ্ট গ্রুপটি দীর্ঘদিন ধরে দখলে রেখেছে তাদের অনুকূলেই থেকে যাবে। ন্যায্যতার ভিত্তিতে এই নীতিমালা বাস্তবায়ন করতে হবে।

মতবিনিময় সভায় আইআইজিএবির পক্ষ থেকে চাওয়া ছিল, আইআইজিকে (ইন্টারেন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিলুপ্ত না করে আইসিএসপিতে রূপান্তর করা হোক। তাহলে বর্তমান আইআইজিরা টেলিকম ইকোসিস্টেমে যা অবদান রাখছিলো, সেই ধারা অব্যাহত থাকবে। আইআইজি একেবারে বাদ দিয়ে দিলে ডেটা কানেক্টিভিটির ইকোসিস্টেমে বিরূপ প্রভাব পড়বে। যার ক্ষতির পরিমাণ ১ হাজার ২০০ কোটি টাকা। 

ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরদের (আইজিডাব্লিউ) সংগঠন আইওএফ -এর বিরুদ্ধে অভিযোগ তারা সব টাকা দেশে আনে না। ফলে এভাবেও বিদেশে টাকা পাচার করা হয়। সাংবাদিকদের এমন প্রশ্নে সংগঠনের নেতারা বলেন, দেশের বাইরে টাকা (ডলার) রেখে আসার কোনও সুযোগ নেই। আমাদের দেশি কোম্পানিগুলো অনেক প্রতিষ্ঠানের স্ক্যানারের নিচে থাকে। ফলে টাকা দেশের বাইরে রাখার কোনও সুযোগ নেই।

এমএএইচ

শেয়ার করুনঃ