.png)

নতুন বিনিয়োগ আসছে প্রিয়শপ ডট কমে
Published : ১৭:৩৬, ৮ মে ২০২৫
বিদেশি বিনিয়োগে সম্ভাবনার দ্বার আরও সম্প্রসারিত হলো প্রিয়শপের জন্য। সম্প্রতি বিনিয়োগ কার্যক্রম পরিদর্শনে সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ১২টির ওপরে বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে মোট ১৬ সদস্যের একটি দল ঢাকায় প্রিয়শপের সদর দফতর, গ্রিন হাব ও রিটেইল আউটলেট পরিদর্শন করেছেন।
প্রতিষ্ঠার পর থেকে গত ৪ বছরে ১০০ কোটি টাকার ওপরে বিনিয়োগ পেয়েছে বাংলাদেশের এই বি-টু-বি মার্কেটপ্লেস ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ। বিনিয়োগ করা এই টাকা দিয়ে দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়ের ডিজিটাল রূপান্তরের কাজ চলছে।
পরিদর্শক দলে ছিলেন জিএফআর ফান্ড -এর জেরেমি লিম, অ্যাক্সেলেরেটিং এশিয়ার ক্রেগ ডিক্সন এবং ওসমান আহমেদ, অরবিট স্টার্টআপস এর অস্কার রামোস, বনবিলো’র সুরজ কৃপালানি, বিটিএফভি’র গোহ সেং উই, হার্ভেস্ট মুনের চার্লি চ্যান, সিজি ভেঞ্চারসের ধাওয়াল শাহ এবং রাজি শাহ, সাবর ক্যাপিটালের মোহাম্মদ ইব্রাহিম সামেজা, জোয়া ক্যাপিটালের আকিফ মাহমুদ এবং ব্লু অরা ভেঞ্চারসের সামি রহমান প্রমুখ।
গত এপ্রিলে এক সপ্তাহ ধরে তারা প্রিয়শপের পুরো আয়োজন ঘুরে দেখে বাংলাদেশের বিটুবি খাতে বিনিয়োগের অপার সম্ভবনা দেখেছেন বলে জাানান প্রিয়শপের প্রতিষ্ঠাতা আশিকুল আলম খান।
তিনি বললেন, পরিদর্শকরা আগে বাংলাদেশকে আফ্রিকার মতো দেশ মনে করতো। কিন্তু পরিদর্শনে এসে এদেশের অবকাঠামো ও বিনিয়োগবান্ধব পরিবেশ দেখে তাদের এই ধারণা বদলে গেছে। ইতিমধ্যে আমরা কিছু সফট কমিটমেন্টও পেয়েছি বলে নিশ্চিত করেন তিনি।
বর্তমানে বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিনিয়োগ সহায়তায় প্রিয়শপ সোয়া লাখের মতো এম-এসএমইকে সেবা দিচ্ছে। এছাড়া যুক্ত আছে প্রায় পৌন ৩০০ ব্র্যান্ডের সঙ্গে। প্রতিষ্ঠানটি এখন চাইছে দেশের ৫০ লাখ ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের চাহিদা পূরণ করার জন্য একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তৈরি করতে যা থেকে দেশের সব মানুষকে সেবা দেয়া যাবে।
এমএএইচ