.png)

স্টার্টআপ বাংলাদেশ থেকে বিনিয়োগ পেল শিখো
Published : ১০:১৩, ৮ মে ২০২৫
দেশের শিক্ষাপ্রযুক্তি (এডটেক) স্টার্টআপ শিখো স্টার্টআপ বাংলাদেশ থেকে নতুন বিনিয়োগ পেয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে যাত্রা শুরু করা শিখো দুই বছর আগে ৯ কোটি ৬০ লাখ টাকার নতুন বিনিয়োগ পেয়েছিল। তখন পর্যন্ত তাদের মোট বিনিয়োগ প্রাপ্তি ছিল ৬৭ লাখ ডলার।
জানা গেছে, এই রাউন্ডে আরও অংশ নিয়েছেন তিনজন দেশি বিনিয়োগকারী- ওয়াসিকুর রহমান, কাজী জিশান রাবেত হাসান ও কাজী জাহিন শাহপর হাসান। এর ফলে শিখোর মোট বিনিয়োগ ৮০ লাখ মার্কিন ডলার ছাড়াল।
শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহির চৌধুরী বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্তি আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
স্টার্টআপ বাংলাদেশের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব শিশ হায়দার চৌধুরী বলেন, শিক্ষা আমাদের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ। শিখো যে ধরনের ডিজিটাল শিক্ষা সমাধান তৈরি করছে, তা সহজে প্রসারযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর। দেশি উদ্ভাবকদের পাশে দাঁড়ানো মানে ভবিষ্যতের শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ করা।
শিখোর কর্মকর্তারা বলছেন, নতুন এ বিনিয়োগের মাধ্যমে শিখো একটি অন্তর্ভুক্তিমূলক, কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত শিক্ষা ইকোসিস্টেম গঠনের পথে দ্রুতগতিতে এগিয়ে যাবে।
এমএএইচ