.png)

বিটিসিএল নিয়ে আসছে ট্রিপল ও কোয়াড প্লে সেবা
Published : ১০:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫
দেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে এবং কোয়াড-প্লে সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এই উদ্যোগের মাধ্যমে ডিভাইস, ভয়েস, ডেটা (ইন্টারনেট) ও বিনোদন সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে। শনিবার রাতে (২৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
ফয়েজ আহমেদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে বলেছেন, আমরা চাই মানুষের যোগাযোগ ও বিনোদনের অভিজ্ঞতা সীমাবদ্ধতা থেকে মুক্ত হোক। লিমিটেড ভয়েস, ডেটা, কনটেন্ট ও ডিভাইসের সীমাবদ্ধতা দূর করে আমরা একটি নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে চাই। আগামী অক্টোবরে এ বিষয়ে বিস্তারিত তথ্য মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে।
আনলিমিটেড ভয়েস ও ডেটা সুবিধা
বিটিসিএল-এর ট্রিপল ও কোয়াড প্লে সেবার মাধ্যমে গ্রাহকরা পাবেন শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কল এবং ডেটা সুবিধা। এই সেবার আওতায় বিটিসিএল মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) এবং বিটিসিএল আলাপ আইফোন অ্যাপের মাধ্যমে আনলিমিটেড ভয়েস কল প্রদান করা হবে। এছাড়া বিটিসিএল জিপিওএন ও বিটিসিএল আইএসপি সংযোগের মাধ্যমে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ডেটা সুবিধা।
কোয়াড প্লে: বিনোদনের নতুন দুয়ার
বিটিসিএল-এর কোয়াড প্লে সেবায় ডিভাইস, ভয়েস, ডেটা এবং বিনোদন একসেস এক প্ল্যাটফর্মে আনা হয়েছে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম যেমন বঙ্গ, চরকি এবং হইচই-এর মাধ্যমে আনলিমিটেড বিনোদন উপভোগ করতে পারবেন। এটি ওটিটি প্ল্যাটফর্মগুলোর পাইরেসি সমস্যা মোকাবেলায়ও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে এই সেবায় নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন
ডিভাইস সংক্রান্ত সমস্যা সমাধানে বিটিসিএল গ্রাহকদের জন্য সুবিধাজনক অফার নিয়ে আসছে। ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, মাত্র ৫০০ টাকার মাসিক কিস্তিতে এবং অল্প পরিমাণ টাকা ডিপোজিটের বিনিময়ে এক বছরের প্যাকেজে গ্রাহকরা পাবেন স্মার্টফোন হ্যান্ডসেট। এই উদ্যোগের মাধ্যমে ডিভাইসের সীমাবদ্ধতা দূর করে আরও বেশি মানুষকে ডিজিটাল সেবার আওতায় আনা সম্ভব হবে।
এমএএইচ