.png)

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে বিআইজেফের কর্মশালা
Published : ১৮:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর গুলশানে শনিবার (২৭ সেপ্টেম্বর) এআই ইন জার্নালিজম শীর্ষক এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) ও বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বিআইজেএফ-এর সদস্যরা অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারিক দিক তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও গুগল এআই স্টুডিওর মতো আধুনিক টুল ব্যবহার করে কীভাবে দ্রুত ও নির্ভুলভাবে সংবাদ তৈরি, তথ্য যাচাই এবং নতুন আইডিয়া তৈরি করা যায়, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
বিআইজেএফ-এর সভাপতি হিটলার এ. হালিম বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে এআই-এর প্রয়োগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বাস্তব কাজে প্রযুক্তির প্রয়োগে সহায়তা করছে। আগামীতে নতুন নতুন প্রযুক্তি নিয়ে এ ধরনের কর্মশালা আরও আয়োজন করা হবে জানান। বিন ট্রাস্টকে এই উদ্যোগের নেওয়ার জন্য তিনি সংগঠনটিকে ধন্যবাদ জানান, পরিকল্পনা রয়েছে।
বিন ট্রাস্টের চেয়ারম্যান ও বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে শুধু একাডেমিক যোগ্যতাই যথেষ্ট নয়, প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন এখন অপরিহার্য। সাংবাদিকতার মতো দ্রুত পরিবর্তনশীল খাতে এআই-এর দক্ষ ব্যবহার ভবিষ্যতে টিকে থাকার মূল চাবিকাঠি। আমাদের সাংবাদিকদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শিখতে হবে।”
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, বিশ্বজুড়ে এআই সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনছে। সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য যাচাই, কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও প্রক্রিয়াকরণ থেকে শুরু করে সংবাদ প্রকাশের গতি বাড়ানো, সব ক্ষেত্রেই এআই নতুন মাত্রা যোগ করছে। চ্যাটজিপিটি ও জেমিনির মতো টুলগুলো কেবল কনটেন্ট তৈরিই করছে না, সংবাদ প্রক্রিয়ায় নতুন দৃষ্টিভঙ্গিও এনে দিচ্ছে।
বাংলাদেশেও সাংবাদিকতায় এআই-এর ব্যবহার দ্রুত বাড়ছে। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
আয়োজকরা জানান, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এআই ইন জার্নালিজম- এর মতো কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করা হবে। এসব কর্মশালার মাধ্যমে শুধু প্রযুক্তি শেখানোই নয়, বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সাংবাদিকদের ভবিষ্যৎ সাংবাদিকতার জন্য প্রস্তুত করা হবে।
এমএএইচ