সোমবার; ০৬ অক্টোবর ২০২৫; ২১ আশ্বিন ১৪৩২

চীনের ‘এআই+ আন্তর্জাতিক সহযোগিতা উদ্যোগ’ প্রস্তাব ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চীনের ‘এআই+ আন্তর্জাতিক সহযোগিতা উদ্যোগ’ প্রস্তাব

ফয়সল আবদুল্লাহ

Published : ১৮:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি অনুষ্ঠিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের উচ্চপর্যায়ের বৈঠকে চীন এআই+ আন্তর্জাতিক সহযোগিতা উদ্যোগপ্রস্তাব করেছে।

মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ার দৃষ্টিভঙ্গির আলোকে তৈরি এ প্রস্তাবে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং এক গভীর ব্যবস্থাগত রূপান্তর- যা অর্থনীতি ও সমাজের অগ্রযাত্রায় সব দেশকেই উপকৃত করতে পারে।

প্রস্তাবে বলা হয়, এআই ২০৩০ সালের জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্যোগে ৫টি প্রধান ক্ষেত্র উল্লেখ করা হয়েছে-  মানুষের জীবনযাত্রা ও মৌলিক সেবায় এআই-এর ব্যবহার, উদ্ভাবন বাড়ানো, সরবরাহ চেইন স্থিতিশীল রাখা ও শিল্পে এআই প্রয়োগ, বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ ও প্রসারে এআই-এর ভূমিকা, দক্ষ মানব-সম্পদ গড়ে তোলা এবং নীতি বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি ও পারস্পরিক স্বার্থে যৌথ উদ্যোগ।

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং সোমবার নিউইয়র্কে পৌঁছান। শুক্রবার পর্যন্ত তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কে বক্তব্য রাখবেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন।

সূত্র: সিএমজি

এমএএইচ

শেয়ার করুনঃ