শুক্রবার; ২২ আগস্ট ২০২৫; ৬ ভাদ্র ১৪৩২

রিপোস্ট ফ্রেন্ড ম্যাপ-সহ আরও ফিচার এসেছে ইনস্টাগ্রামে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রিপোস্ট ফ্রেন্ড ম্যাপ-সহ আরও ফিচার এসেছে ইনস্টাগ্রামে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:২৫, ৭ আগস্ট ২০২৫

ইনস্টাগ্রাম এবার নতুন তিনটি ফিচার নিয়ে এলো, যা ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগকে আরও মজবুত করবে। প্রথমত, রিপোস্ট ফিচারের মাধ্যমে এখন পাবলিক রিল ও ফিড পোস্ট শেয়ার করা যাবে। এই রিপোস্টগুলো ফলোয়ারদের ফিডে দেখা যাবে এবং প্রোফাইলে আলাদা ট্যাবে সংরক্ষিত থাকবে। মূল ক্রিয়েটরের ক্রেডিট থাকবে, ফলে তাদের কনটেন্ট নতুন দর্শকদের কাছে পৌঁছবে। এই ফিচারটি ব্যবহার করতে পোস্টের নিচে রিপোস্ট আইকনে ট্যাপ করে নোট যোগ করা যায়।

দ্বিতীয়ত, ফ্রেন্ড ম্যাপ ফিচার এসেছে, যা স্ন্যাপ ম্যাপের মতো। এটি ডিএম ইনবক্সের উপরে থাকবে। ব্যবহারকারীরা নির্দিষ্ট বন্ধুদের সঙ্গে তাদের শেষ অবস্থান শেয়ার করতে পারবেন, যা যেকোনও সময় বন্ধ করা যায়। এই ম্যাপে রিল, পোস্ট, স্টোরি ও নোটের মাধ্যমে লোকেশনভিত্তিক কনটেন্ট দেখা যাবে।

তৃতীয় ফিচারটি হলো রিলে ফ্রেন্ডস ট্যাব। এখানে বন্ধুদের পছন্দ করা, কমেন্ট করা বা শেয়ার করা পাবলিক কনটেন্ট দেখা যাবে। ব্যবহারকারীরা নিজেদের লাইক বা কমেন্ট লুকাতে পারবেন এবং নির্দিষ্ট ব্যক্তির কনটেন্ট মিউট করতে পারবেন।

এমএএইচ

শেয়ার করুনঃ