বৃহস্পতিবার; ১৫ জানুয়ারি ২০২৬; ১ মাঘ ১৪৩২

ফ্রিল্যান্সারদের জন্য স্বচ্ছ ও হয়রানিমুক্ত আইডি ব্যবস্থা চালু ছবি- সংগৃহীত

ফ্রিল্যান্সারদের জন্য স্বচ্ছ ও হয়রানিমুক্ত আইডি ব্যবস্থা চালু

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৭:৪৭, ১৩ জানুয়ারি ২০২৬

দেশের ফ্রিল্যান্সারদের জন্য স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভেরিফিকেশন ব্যবস্থা গড়ে তুলতে প্রথমবারের মতো সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে সফটওয়্যারটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি জানান, অতীতের হয়রানি ও জালিয়াতির অভিজ্ঞতা বিবেচনায় পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। আবেদন, নবায়ন ও প্রসেসিংসহ সব ধরনের ফি বাতিল করা হয়েছে। আজ থেকেই সাইনআপ ও ফ্রিল্যান্সার আইডির জন্য আবেদন করা যাবে। সফটওয়্যারটির ভিএপিটি সম্পন্ন হয়েছে এবং শিগগিরই এপিআই-ভিত্তিক ভেরিফিকেশন চালু হবে।

নতুন এই আইডির মাধ্যমে ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা, ঋণ, ক্রেডিট কার্ড, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণ সুবিধা সহজে পাবেন। পাশাপাশি এটি জাতীয় ফ্রিল্যান্সার ডেটাবেজ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

এমএএইচ

শেয়ার করুনঃ