বাংলালিংকের ওয়াই-ফাই কলিং সেবা: যেভাবে কাজ করে
Published : ১১:২০, ১০ জানুয়ারি ২০২৬
বাংলালিংক সারাদেশে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই) কলিং সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই ব্যবহার করে খুব ভালো মানের কল করতে পারবেন।
কেন এই সেবা দরকার?
অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়, যেমন- উঁচু বিল্ডিংয়ের ভেতরে, ঘন বসতিপূর্ণ এলাকা বা গ্রাম-প্রত্যন্ত অঞ্চলে। এসব জায়গায় বাসা বা অফিসের ওয়াই-ফাই ব্যবহার করে গ্রাহকরা এখন এইচডি কোয়ালিটির পরিষ্কার কল পাবেন এবং কল কখনও কেটে যাবে না।
কীভাবে কাজ করে?
মোবাইল সিগন্যাল কম হলে ফোন নিজে থেকেই ওয়াই-ফাইয়ের মাধ্যমে কল চালিয়ে নেবে। অন্য সময় সাধারণ মোবাইল কলের মতোই কাজ করবে। এজন্য কোনও আলাদা অ্যাপ ডাউনলোড করতে হবে না। আলাদা করে লগইন বা পাসওয়ার্ড দিতে হবে না। ওয়াই-ফাই আর মোবাইল নেটওয়ার্কের মধ্যে সুইচ হবে খুব সহজে।
কখন থেকে শুরু?
বাংলালিংক দেশে প্রথম অপারেটর হিসেবে গত সেপ্টেম্বরে এই সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছিল। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার কিছু নির্দিষ্ট এলাকায় পরীক্ষা করে গ্রাহকদের অভিজ্ঞতা ও মতামত নিয়ে সেবার মান আরও ভালো করা হয়েছে। নতুন বছরের শুরুতে পুরোপুরি চালু করা হয়েছে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “এই প্রযুক্তি দিয়ে যেকোনও জায়গায়, যেকোনও অবস্থায় পরিষ্কার ও ভালোমানের কল নিশ্চিত করা যাবে। গ্রাম হোক বা শহর- সবাই এখন নিরবচ্ছিন্ন কল উপভোগ করতে পারবে। ওয়াই-ফাইকে এখন ভালো কলের চ্যানেল হিসেবে ব্যবহার করা যাবে।
এখনই কিছু নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেটে এবং নির্বাচিত ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) কোম্পানির মাধ্যমে সেবা পাওয়া যাচ্ছে। আরও বেশি ফোন সেট ও আইএসপির সাথে যুক্ত করার জন্য বাংলালিংক কাজ করছে বলে অপারেটরটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এমএএইচ











