মোবাইল ফোনের দামে বড় সুখবর: আমদানিতে ৬০% শুল্ক কমালো এনবিআর
Published : ১৮:৩৬, ১৩ জানুয়ারি ২০২৬
মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করে মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমলো।
আইসিটি বিভাগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্ক হ্রাসের ফলে উচ্চমূল্যের মোবাইল ফোনের দাম উল্লেখযোগ্যভাবে কমবে, যা ভোক্তাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে সুরক্ষা দিতে পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এতে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে এসব উপকরণ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৫০ শতাংশ কমেছে।
সরকারের জারি করা দুটি প্রজ্ঞাপনের ফলে আমদানিকৃত ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা কমবে। পাশাপাশি দেশে সংযোজিত একই মূল্যের প্রতিটি মোবাইল ফোনের দাম কমতে পারে প্রায় ১ হাজার ৫০০ টাকা।
এমএএইচ











