গ্রোক–কাণ্ডে যুক্তরাজ্যে নিষেধাজ্ঞার মুখে এক্স
Published : ১৪:৩৩, ১০ জানুয়ারি ২০২৬
গ্রোক সংক্রান্ত বিতর্কে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিরুদ্ধে সমালোচনা তীব্র হচ্ছে। ব্যক্তির সম্মতি ছাড়াই নারী ও শিশুদের নগ্ন ও যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরির অভিযোগের পর যুক্তরাজ্যের যোগাযোগ ও সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা অফকম এক্সের বিষয়ে জরুরি মূল্যায়ন শুরু করেছে।
প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল এ উদ্যোগে সমর্থন জানিয়ে এ ধরনের কনটেন্টকে ‘ঘৃণ্য ও নিন্দনীয়’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, প্রয়োজনে যুক্তরাজ্যে এক্স ব্লক করার সিদ্ধান্ত নিলে সরকার তা সমর্থন করবে।
সমালোচনার মুখে এক্স তাদের এআই চ্যাটবট গ্রোকের ছবি তৈরির ফিচার সীমিত করেছে। এখন এটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে না; মাসিক ফি দিয়ে সীমিত আকারে ব্যবহার করা যাবে। তবে ডাউনিং স্ট্রিট এ সিদ্ধান্তকে যৌন সহিংসতার শিকারদের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছে।
যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী, নিয়ম না মানলে অফকম এক্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে, এমনকি দেশটিতে প্ল্যাটফর্মটির প্রবেশ নিষিদ্ধ করার পথও খোলা রয়েছে।
সূত্র: রয়টার্স
এমএএইচ











