বৃহস্পতিবার; ২০ নভেম্বর ২০২৫; ৬ অগ্রাহায়ণ ১৪৩২

বেসিসের কার্য নির্বাহী পর্ষদের নির্বাচন সংক্রান্ত সভা অনুষ্ঠিত ছবি- সংগৃহীত

বেসিসের কার্য নির্বাহী পর্ষদের নির্বাচন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:০০, ৯ নভেম্বর ২০২৫

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্য নির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠান বিষয়ে সংগঠনের প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খানের সভাপতিত্বে শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারে বেসিস বোর্ডরুমে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত নবগঠিত নির্বাচনী বোর্ড, নির্বাচনী আপিল বোর্ড ও নির্বাচনী সহযোগী পরিষদ ও সহায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেসিস সচিবালয়ের কর্মকর্তাসহ নবনিযুক্ত বোর্ড ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বেসিস প্রশাসক আসন্ন নির্বাচনের কার্যক্রমকে সুষ্ঠু, স্বচ্ছ ও আইনানুগভাবে সম্পন্ন করা, নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে গুরুত্বারোপ করেন।

সভায় বেসিস প্রশাসক বলেন, বেসিস বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের মূল প্রতিনিধিত্বকারী সংগঠন। তাই এর নির্বাচন প্রক্রিয়া হতে হবে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে। আইন ও বিধি মেনে আমরা দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আলোচনায় বেসিস সহায়ক কমিটির সদস্যরা নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে এবং একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তাতান্তর করার ক্ষেত্রে বেসিসের সদস্যপদ হালনাগাদ, ফরেনসিক অডিট, বেসিস সংঘবিধি হালনাগাদ করা প্রয়োজন বলে উল্লেখ করেন। 

পরবর্তী সময়ে উপরোক্ত বিষয়গুলোর গুরুত্ব বিবেচনা করে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত নির্বাচনী বোর্ড, নির্বাচনী আপিল বোর্ডও এ বিষয়ে তাদের অভিন্ন মতামত প্রদান করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে পরামর্শ প্রদান করেন। 

এমএএইচ

শেয়ার করুনঃ