প্রথম কমিটির ব্যর্থতার পর বেসিসে আবারও ‘সহায়ক কমিটি’
Published : ১২:৫৬, ২৯ অক্টোবর ২০২৫
দেশের সফটওয়্যার ও সেবা পণ্য নির্মাতাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসকে (বেসিস) সহায়তা করতে গঠন করা হয়েছিলো বেসিস সহায়ক কমিটি। প্রথম কমিটি নির্বাচন করতে ব্যর্থ হয়। প্রিথম সহায়ক কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলে পরবর্তী সময়ে কমিটির অন্য সদস্যরা পদত্যাগ করেন। প্রথম কমিটির ব্যর্থতার পর আবারও বেসিসকে সহায়তা করতে গঠন করা হয়েছে বেসিস সহায়ক কমিটি (দ্বিতীয়বারের মতো)। নতুন কমিটিতে প্রথম কমিটির দুজন সদস্যও রয়েছেন।
গত সোমবার বেসিসের প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী গঠিত এই কমিটি শুধু প্রশাসকের অনুরোধকৃত বিষয়েই সহায়তা প্রদান করবে।
নতুন সহায়ক কমিটিতে আছেন-
মুশফিকুর রহমান (স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রা. লি.), মোস্তফা রফিকুল ইসলাম (ফ্লোরা টেলিকম লিমিটেড), মো. রওশান কামাল (টেকসল টেকনোলজিস বাংলাদেশ লি.), বেলাল আহমেদ (সিনার্জি ইন্টারফেস লি.), রাশেদ কামাল (দি ডেটাবেজ সফটওয়্যার লি.), এ এইচ এম রোকমুনুর জামান (এইচ আর সফট বিডি), মুহাম্মদ আবদুল মজিদ (বাংলা পাজেল লিমিটেড), মো. জুয়েল (লেমিসে লিমিটেড), ফেরদৌস আলম (অ্যাটোভা টেকনোলজি) ও সৈয়দ জাহিদ হোসেন (মিট এক্সপার্ট)।
এরমধ্যে মো. রওশান কামাল (টেকসল টেকনোলজিস বাংলাদেশ লি.) এবং এ এইচ এম রোকমুনুর জামান রনি (এইচআর সফট বিডি) বেসিসের প্রথম সহায়ক কমিটিতেও ছিলেন।
উল্লেখ্য, গত বছরের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় বেসিসেও পরিবর্তন আসে। ৪ ডিসেম্বর সরকার আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসানকে প্রশাসক নিয়োগ করে। ৮ ডিসেম্বর প্রকৌশলী রাফেল কবিরের নেতৃত্বে প্রথম সহায়ক কমিটি গঠিত হয়। কিন্তু নিয়মানুযায়ী ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনে ব্যর্থ হওয়ায় পূর্বের কমিটি ভেঙে দেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বর আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আগামী ১২০ দিনের মধ্যে বেসিস নির্বাচন সম্পন্ন করবেন বলে জানা গেছে।
এমএএইচ












