রোববার; ০৬ জুলাই ২০২৫; ২১ আষাঢ় ১৪৩২

অজান্তে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করছেন না তো? প্রযুক্তি কী বলে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অজান্তে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করছেন না তো? প্রযুক্তি কী বলে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১১:৫৮, ৩০ জুন ২০২৫

আমরা সচেতনভাবে ক্যালোরি গ্রহণের হিসাব রাখলেও, কিছু খাদ্য বা পানীয়ের মাধ্যমে অজান্তেই অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করি, যা ওজন বৃদ্ধি এবং স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। কিভাবে?

প্রক্রিয়াজাত খাবার: প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত খাবারে প্রায়ই চিনি, চর্বি এবং লবণের পরিমাণ বেশি থাকে, যা পুষ্টিগুণের তথ্য না পড়লে আমরা বুঝতে পারি না।

পানীয়তে ক্যালোরি: কফি, সফট ড্রিংকস, ফলের রস ও অ্যালকোহলযুক্ত পানীয়তে লুকানো ক্যালোরি থাকে, যা আমরা সাধারণত হিসাব করি না।

পরিবেশনের আকার: রেস্টুরেন্ট বা ফাস্ট ফুড চেইনের বড় পরিবেশন আকার আমাদের অজান্তে বেশি ক্যালোরি গ্রহণে উৎসাহিত করে।

লেবেলিং-এর বিভ্রান্তি: খাদ্যের প্যাকেটে লেবেলে দেওয়া তথ্য প্রায়ই বিভ্রান্তিকর হয়, যেমন "লো-ফ্যাট" বা "স্বাস্থ্যকর" লেবেলযুক্ত খাবারেও অতিরিক্ত চিনি বা ক্যালোরি থাকতে পারে।

অজানা উপাদান: কিছু খাবারে অতিরিক্ত উপাদান (যেমন, সস, ড্রেসিং বা তেল) ক্যালোরির পরিমাণ বাড়িয়ে দেয়।

সূত্র: বিবিসি নিউজ

এমএএইচ

শেয়ার করুনঃ