আপলোড করা হয়নি ফোনের ক্যামেরায় থাকা এমন ছবিও দেখবে ফেসবুকের এআই
Published : ১৮:১৮, ১৮ অক্টোবর ২০২৫
মেটা ফেসবুকের জন্য নতুন এআই ফিচার চালু করেছে। এটি ব্যবহারকারীদের ফোনের ক্যামেরা রোল থেকে আপলোড না করা ছবি স্ক্যান করবে। ফিচারটি অপট-ইন-ভিত্তিতে কাজ করবে। ব্যবহারকারীরা এটি চালু করলে মেটার এআই ছবি বিশ্লেষণ করে এডিট এবং কোলাজের সাজেশন দেবে। এতে স্ক্রিনশট বা র্যান্ডম ছবির মধ্যে লুকানো হিডেন জেমস বের করা যাবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ফিচারটি চালু হলে ক্যামেরা রোলের মিডিয়া মেটার ক্লাউডে আপলোড হবে। মেটা বলেছে, এই মিডিয়া এআই ট্রেনিংয়ে ব্যবহার হবে না। তবে এডিট বা শেয়ার করলে ব্যবহার হতে পারে। মেটার মুখপাত্র মারি মেলগুইজো বলেছেন, “সাজেশন তৈরির জন্য আপলোড করা মিডিয়া এআই উন্নয়নে ব্যবহার হবে না। শুধু এডিট বা পাবলিশ করলে হতে পারে।” ফিচারটি আপাতত যুক্তরাষ্ট্র এবং কানাডায় আসছে। অন্যান্য দেশে রোলআউট কয়েক মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এই ফিচার গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে বলে মন্তব্য করেছে ভার্জ। মেটা আগে পাবলিক ছবি এআই ট্রেনিংয়ে ব্যবহার করেছে। এখন ব্যক্তিগত ছবির উপর একসেস বাড়ছে। তবে এটি ফেসবুকের শেয়ারিং আরও সহজ করবে।
এমএএইচ














