সোমবার; ২৭ অক্টোবর ২০২৫; ১১ কার্তিক ১৪৩২

এক ব্যক্তির নামে দুটির বেশি সিম কার্ড চায় না সরকার ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এক ব্যক্তির নামে দুটির বেশি সিম কার্ড চায় না সরকার

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৫:৫৫, ২৬ অক্টোবর ২০২৫

সরকার এক ব্যক্তির নামে মোবাইল ফোনের সিম কার্ডের সংখ্যা ধাপে ধাপে কমিয়ে দুটিতে নামাতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সংখ্যা ৫ থেকে ৭টিতে নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে কাজ চলছে। তিনি বলেন, নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হবে। রাজনৈতিক দলগুলো যদি সমস্যার সমাধানে এগিয়ে আসে এবং জনগণ সচেতন থাকে, তাহলে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।

সিম কার্ডের সংখ্যা কমানোর বিষয়ে তিনি বলেন, এক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা ১০টি থেকে কমিয়ে দুটিতে আনার পরিকল্পনা রয়েছে। নির্বাচনের আগে এটি ৫ থেকে ৭টিতে নামিয়ে আনার চেষ্টা চলছে।

এমএএইচ

শেয়ার করুনঃ