.png)

রবির নতুন সিইও জিয়াদ সাতারা
Published : ১৩:৩৯, ২৪ জুন ২০২৫
মোবাইল অপারেটর রবিতে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন জিয়াদ সাতারা। এই নিয়োগ আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি এ তথ্য জানিয়েছে।
জিয়াদ সাতারা দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত রবির ভারপ্রাপ্ত সিইও ও প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এম. রিয়াজ রশীদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিয়াদ সাতারা বাংলাদেশ, জর্ডান, ইতালি ও কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের টেলিযোগাযোগ খাতে ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন।
জিয়াদ সাতারার অভিজ্ঞতার মধ্যে রয়েছে ইতালির উইন্ড টেলিকমিউনিকেশনে প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও), ঢাকায় বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সিইও, জর্ডানের মোবাইল নেটওয়ার্ক অপারেটর উমনিয়াহর সিইও এবং কম্বোডিয়ার স্মার্ট আজিয়াটার সিইও হিসেবে দায়িত্ব পালন।
রবি আজিয়াটা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপরান সাঙ্গারাপিল্লাই জিয়াদ সাতারাকে স্বাগত জানিয়ে বলেছেন, জিয়াদ সাতারার কৌশলগত দৃষ্টিভঙ্গি, গ্রাহকদের চাহিদা বোঝার ক্ষমতা এবং দক্ষ টিম গঠনের প্রমাণিত অভিজ্ঞতা রয়েছে।
এমএএইচ