.png)

বিভ্রাটের পরে আবার সচল হলো গুগল মিট
Published : ১৪:২৯, ৯ সেপ্টেম্বর ২০২৫
যাদের ক্যালেন্ডার নীল ব্লকে ভরা, তারা সবাই একদিন না একদিন গোপনে আশা করেছেন যেন গুগল মিট হঠাৎ বন্ধ হয়ে গিয়ে তাদের দিনটা ফাঁকা হয়ে যায়। আজ সেই স্বপ্নের মতোই ঘটনা ঘটেছিল, যদিও স্বস্তি ছিল অল্প সময়ের জন্য।
বিকেল ১টা ৪৯ মিনিট (ইস্টার্ন টাইম) এ গুগল ওয়ার্কস্পেস স্ট্যাটাস ড্যাশবোর্ডে দেওয়া এক পোস্টে জানানো হয়, গুগল মিট সেবায় বিভ্রাটের বিষয়টি তারা খতিয়ে দেখছে। ডাউনডিটেক্টরের পরিসংখ্যানে দেখা যায়, দুপুর ১টা ১০ মিনিট (বাংলাদেশ সময় গত রাতে) থেকে হঠাৎ করে সমস্যার রিপোর্ট বেড়ে যায়, যা পরে ধীরে ধীরে কমতে শুরু করে।
দুর্ভাগ্যবশত, যারা আনন্দ করছিলেন, তাদের আবার কাজে ফেরত যেতে হয়েছে অথবা অন্তত মিটিংয়ে বসতে হয়েছে। গুগল জানিয়েছে, বিকেল ২টা ১৮ মিনিটে সমস্যাটি সমাধান হয়। এর কারণ হিসেবে তারা বলেছে, কনটেন্ট এজ ক্যাশে সাম্প্রতিক পরিবর্তন বিভ্রাটের জন্য দায়ী ছিল। সমস্যার সমাধানে ইঞ্জিনিয়াররা পরিবর্তনটি প্রত্যাহার করে নেন।
এমএএইচ