বুধবার; ১০ সেপ্টেম্বর ২০২৫; ২৫ ভাদ্র ১৪৩২

রোবটিক উদ্ভাবনে নজর কাড়লো চীনের স্মার্ট ইন্ডাস্ট্রি এক্সপো ছবি: সংগৃহীত

রোবটিক উদ্ভাবনে নজর কাড়লো চীনের স্মার্ট ইন্ডাস্ট্রি এক্সপো

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:৪৬, ৯ সেপ্টেম্বর ২০২৫

মানুষের নিত্য দিনের কাজে বুদ্ধিমান রোবটগুলো জায়গা করে নিচ্ছে এমন সব প্রযুক্তি পণ্যের সমাহারে চীনের ছোংছিংয়ে চলছে ওয়ার্ল্ড স্মার্ট ইন্ডাস্ট্রিজ এক্সপো। মেলায় বিভিন্ন পরিস্থিতি ও কাজে ব্যবহারের জন্য চীনের তৈরি "দ্য ফাইভ" নামের একটি রোবট সবার বিশেষ নজর কেড়েছে। নির্দেশ পাওয়ার পর এটি প্রদর্শনীর একজন কর্মীকে আলতোভাবে জড়িয়ে ধরে। রোবটের "মস্তিষ্ক" প্রেসার সেন্সরের মাধ্যমে প্রযুক্ত বলকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে, যা আলিঙ্গনের সময় স্থিতিশীলতা নিশ্চিত করে পাশাপাশি অতিরিক্ত চাপ দেওয়া থেকেও বিরত রাখে। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য তৈরি এই একটি ওপেন প্ল্যাটফর্ম প্রযুক্তির রোবটটি প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে।

চীনের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট-এর ভাইস প্রেসিডেন্ট কাই কুয়াংচৌং বলেন, যদি আমরা মানুষকে উপমা হিসেবে ব্যবহার করি, মানুষের যেমন একটি সেরিবেলাম বা লঘুমস্তিষ্ক আছে, যা ভারসাম্য রক্ষা করে এবং অঙ্গপ্রত্যঙ্গের নড়াচড়া সমন্বয় করে। আমরা মূলত এই নিয়ন্ত্রণের দিকটিই তৈরি করি। এর সাথে একটি লার্জ মডেলও যুক্ত আছে। এই সবকিছু মিলিয়েই রোবটের সিস্টেমটি তৈরি করা হয়েছে,যাকে আমরা 'তাইরোস' বলি।" 'এআই মস্তিষ্ক'র ফলে এই রোবটগুলো ক্রমশ আরও স্মার্ট এবং প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে।

বয়স্কদের জন্য স্মার্ট হোম সেবা থেকে শুরু করে বিভিন্ন শিল্পক্ষেত্রে ব্যবহারের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট মানুষের জীবনযাত্রাকে বদলে দিতে পারে। চলতি বছরের এক্সপো চলবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত। এখানে অটোমোবাইল এবং কম্পিউটিং পাওয়ার সহ ১০টিরও বেশি ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া, এতে পাঁচটি বিশেষ বিভাগ রয়েছে: ইন্টেলিজেন্ট কানেক্টেড নিউ এনার্জি যানবাহন, ডিজিটাল সিটি, বুদ্ধিমান রোবট, স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতি পণ্য এবং স্মার্ট হোম লিভিং। মেলায় প্রদর্শন করা হচ্ছে ৩ হাজারেরও বেশি নতুন পণ্য ও প্রযুক্তি। ৬০০ টিরও বেশি দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে একত্রিত করা হয়েছে এবারের মেলায়।

সূত্র: সিএমজি

এমএএইচ

শেয়ার করুনঃ