মঙ্গলবার; ০৯ সেপ্টেম্বর ২০২৫; ২৫ ভাদ্র ১৪৩২

ভিডিও কলে এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড চালু করলো হোয়াটসঅ্যাপ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ভিডিও কলে এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড চালু করলো হোয়াটসঅ্যাপ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:১৯, ৩ সেপ্টেম্বর ২০২৫

হোয়াটসঅ্যাপ ভিডিও কলকে আরও আকর্ষণীয় করতে এআই-চালিত ব্যাকগ্রাউন্ড ফিচার চালু করেছে। এই নতুন ফিচার ব্যবহারকারীদের টেক্সট প্রম্পটের মাধ্যমে কাস্টমাইজড ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে দেবে, যা তাদের চ্যাট অভিজ্ঞতাকে আরও মজাদার ও ব্যক্তিগত করবে।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এই ফিচারের পাশাপাশি নতুন ফিল্টার ও ইফেক্টও যুক্ত করেছে। ব্যবহারকারীরা এখন ভিডিও কলে ৩০টির বেশি ব্যাকগ্রাউন্ড, ফিল্টার এবং ভার্চুয়াল মাস্ক ব্যবহার করতে পারবেন। এছাড়া, সেলফি থেকে স্টিকার তৈরির সুবিধাও যুক্ত হয়েছে, যা অ্যান্ড্রয়েডে আপাতত চালু হয়েছে এবং শিগগিরই তা আইওএসেও আসছে।

এই আপডেটগুলো ব্যক্তিগত চ্যাটকে আরও বিনোদনমূলক ও কাস্টমাইজড করবে বলে মন্তব্য সংবাদ মাধ্যমটির। হোয়াটসঅ্যাপের মেটা এআই-চালিত এই ফিচারগুলো ব্যবহারকারীদের মধ্যে এনগেজমেন্ট বাড়াতে এবং প্ল্যাটফর্মকে আরও আকর্ষণীয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এমএএইচ

শেয়ার করুনঃ