মঙ্গলবার; ০৯ সেপ্টেম্বর ২০২৫; ২৫ ভাদ্র ১৪৩২

বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালু করলো গ্রামীণফোন ও রবি ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালু করলো গ্রামীণফোন ও রবি

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৮:১০, ১ সেপ্টেম্বর ২০২৫

দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন এবং রবি আজিয়াটা লিমিটেড সোমবার (১ সেপ্টেম্বর) ফাইভ-জি সেবা চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফাইভ-জি নেটওয়ার্কের যাত্রা শুরু হলো। সোমবার দুপুরে রবি ফাইভ-জি চালুর ঘোষণার কিছুক্ষণ পর গ্রামীণফোনও তাদের ফাইভ-জি সেবা চালুর ঘোষণা দেয়।

রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে ফাইভ-জি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রবি জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের সাতটি এলাকায় তাদের ফাইভ-জি নেটওয়ার্ক চালু হয়েছে।

রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম ফাইভ-জি নেটওয়ার্কের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, আমরা গ্রাহকদের অভিজ্ঞতা পর্যবেক্ষণ করছি এবং ফাইভ-জির কার্যকারিতা যাচাই করছি। ফাইভ-জি নেটওয়ার্কের সম্প্রসারণ গ্রাহকদের অভিজ্ঞতা এবং ফাইভ-জি সামঞ্জস্যপূর্ণ ডিভাইসের উপলব্ধতার ওপর নির্ভর করবে। তিনি আরও জানান, তাদের গ্রাহকদের প্রায় ৬০ শতাংশের কাছে ফোর-জি মোবাইল ফোন রয়েছে, এবং ৬-৭ শতাংশের কাছে ফাইভ-জি সামঞ্জস্যপূর্ণ ফোন রয়েছে। কিছু এলাকায় এই হার ২০ শতাংশ পর্যন্ত। যেসব এলাকায় ১৫-২০ শতাংশ ফাইভ-জি ফোন থাকবে, সেখানে রবি এই সেবা চালু করবে। আগামী বছরের শেষ নাগাদ ৮০০ থেকে ১,০০০ ফাইভ-জি সাইট (টাওয়ার) স্থাপনের পরিকল্পনা রয়েছে। ফাইভ-জি ইন্টারনেটের দাম ফোর-জির সমান হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, আমরা সবসময় উদ্ভাবনী শক্তি নিয়ে গ্রাহকদের কাছে এসেছি। আজ আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বের সঙ্গে জানাচ্ছি যে, গ্রামীণফোনের শীর্ষস্থানীয় নেটওয়ার্ক থেকে আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে ফাইভ-জি সেবা চালু করছি।

এমএএইচ

শেয়ার করুনঃ