মঙ্গলবার; ০৯ সেপ্টেম্বর ২০২৫; ২৫ ভাদ্র ১৪৩২

১৫ বছর পর আইপ্যাডের জন্য অ্যাপ আনল ইনস্টাগ্রাম ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

১৫ বছর পর আইপ্যাডের জন্য অ্যাপ আনল ইনস্টাগ্রাম

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৫০, ৪ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপ্যাডের জন্য একটি ডেডিকেটেড অ্যাপ চালু করেছে ইনস্টাগ্রাম। এই নতুন অ্যাপটি আইপ্যাডের বড় স্ক্রিনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ফলে এটি ব্যবহারকারীদের রিলস-কেন্দ্রিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, অ্যাপটি খুললেই রিলস ট্যাবে নিয়ে যায়। অ্যাপটি মূলত ভিডিও-কেন্দ্রিক অভিজ্ঞতার উপর জোর দিয়ে করা। ব্যবহারকারীরা নতুন ফলোয়িং ট্যাবে তিনটি ভিউ- অল, ফ্রেন্ডস এবং লেটেস্ট- থেকে বেছে নিতে পারবেন। এছাড়া, স্টোরি, ডাইরেক্ট মেসেজিং এবং মাল্টি-কলাম চ্যাটের মতো ফিচারও রয়েছে। মেটা জানিয়েছে, এই অ্যাপ আইপ্যাডওএস ১৫.১ বা তার পরবর্তী সংস্করণে চলবে।

এই উদ্যোগ ইনস্টাগ্রামকে টিকটকের মতো প্রতিযোগীদের সঙ্গে আরও প্রতিযোগিতামূলক করবে। ব্যবহারকারীরা এখন বড় স্ক্রিনে আরও উন্নত ও আকর্ষণীয় অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। 

এমএএইচ

শেয়ার করুনঃ