বৃহস্পতিবার; ২৮ আগস্ট ২০২৫; ১২ ভাদ্র ১৪৩২

নতুন শর্টকাট চালু করলো গুগল, গুগল ড্রাইভ হবে আরও সহজ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নতুন শর্টকাট চালু করলো গুগল, গুগল ড্রাইভ হবে আরও সহজ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:২৭, ২৩ আগস্ট ২০২৫

অনেকেই ব্যক্তিগত বা অফিসের কাজে নিয়মিত গুগল ড্রাইভ ব্যবহার করে থাকেন। এটি অনলাইনে ফাইল নিরাপদে সংরক্ষণ ও শেয়ার করার সুবিধা দেওয়ায় অনেকে গুরুত্বপূর্ণ তথ্য ও ভিডিও এই অনলাইন তথ্যভান্ডারে জমা রাখেন। গুগল ড্রাইভে সংরক্ষিত ভিডিও আরও দ্রুত সম্পাদনার সুবিধার জন্য গুগল এবার নতুন একটি শর্টকাট সুবিধা চালু করেছে। খবর দ্য ভার্জের।

এই নতুন সুবিধার ফলে গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা গুগল ড্রাইভে রাখা কোনও ভিডিওর প্রিভিউ দেখার সময় ডানদিকের উপরের কোণায় একটি ওপেন বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করলে ভিডিওটি সরাসরি চালু হবে। এরপর ব্যবহারকারীরা চাইলে ভিডিও সম্পাদনা করতে পারবেন, এমনকি নতুন লেখা বা গান যুক্ত করার সুযোগও পাবেন।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন শর্টকাট সুবিধা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে। তবে কোনো প্রতিষ্ঠানের ওয়ার্কস্পেস অ্যাডমিন চাইলে এই সুবিধা বন্ধ করতে পারবেন। এই সুবিধার কার্যক্রম শুরু হয়েছে ২১ আগস্ট থেকে, তবে সব ব্যবহারকারীর জন্য এটি পুরোপুরি চালু হতে দুই সপ্তাহের বেশি সময় লাগতে পারে।

ভিডিও সংক্রান্ত অভিজ্ঞতা আরও উন্নত করতে গুগল এর আগেও ড্রাইভের জন্য নতুন ভিডিও প্লেয়ারসহ একাধিক সুবিধা চালু করেছিল। এই নতুন শর্টকাট সুবিধা গুগল ড্রাইভ ব্যবহারকারীদের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। বিশেষ করে যারা নিয়মিত গুগল ড্রাইভে ভিডিও আপলোড করেন, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর। 

এমএএইচ

শেয়ার করুনঃ