শুক্রবার; ২২ আগস্ট ২০২৫; ৬ ভাদ্র ১৪৩২

বেঙ্গালুরুতে আইফোন ১৭ সিরিজের উৎপাদন শুরু ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বেঙ্গালুরুতে আইফোন ১৭ সিরিজের উৎপাদন শুরু

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:২৭, ১৮ আগস্ট ২০২৫

তাইওয়ানের ইলেকট্রনিক্স জায়ান্ট ফক্সকনের দ্বিতীয় বৃহত্তম উৎপাদন ইউনিট ভারতের বেঙ্গালুরুতে সম্প্রতি আইফোন ১৭ সিরিজের উৎপাদন শুরু করেছে। ২৮০ কোটি ডলার (প্রায় ২৫ হাজার কোটি টাকা) বিনিয়োগে দেবানহাল্লিতে প্রতিষ্ঠিত এই কারখানা চেন্নাইয়ের বিদ্যমান উৎপাদনের পাশাপাশি কাজ করবে।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফক্সকনের বেঙ্গালুরু ইউনিটে আইফোন ১৭-এর উৎপাদন ছোট পরিসরে শুরু হয়েছে। চীনা প্রকৌশলীদের হঠাৎ প্রত্যাবর্তনের কারণে উৎপাদনে সাময়িক বাধা সৃষ্টি হলেও, ফক্সকন তাইওয়ানসহ বিভিন্ন স্থান থেকে বিশেষজ্ঞ নিয়োগ করে এই সমস্যা সমাধান করেছে। অ্যাপল এই বছর আইফোন উৎপাদন ৬০ মিলিয়ন ইউনিটে উন্নীত করার পরিকল্পনা করছে, যা গত বছরের তুলনায় ৩৫-৪০ মিলিয়ন ইউনিটের উল্লেখযোগ্য বৃদ্ধি।

অ্যাপলের সিইও টিম কুক জানিয়েছেন, ২০২৫ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ আইফোন ভারত থেকে সরবরাহ করা হয়েছে। ২০২৫ সালের প্রথমার্ধে ভারতে অ্যাপলের আইফোন সরবরাহ বছরে ২১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫.৯ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে। এই পদক্ষেপ ভারতকে অ্যাপলের বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের কেন্দ্রবিন্দুতে পরিণত করছে।

এমএএইচ

শেয়ার করুনঃ