শুক্রবার; ২২ আগস্ট ২০২৫; ৬ ভাদ্র ১৪৩২

পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে স্টারলিংক ইন্টারনেট ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে স্টারলিংক ইন্টারনেট

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১১:৩০, ৯ আগস্ট ২০২৫

পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) অঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও ই-লার্নিংয়ের সুযোগ নিশ্চিত করতে সরকার আগামী ছয় মাসের মধ্যে ১০০টি বিদ্যালয়ে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত বিপ্লব আনবে এবং দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের শহরের অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসে অংশগ্রহণের সুযোগ করে দেবে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানিয়েছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করে তুলবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমার মূল লক্ষ্য। আমাদের অন্যান্য অঞ্চলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। কোটা আমাদের জন্য স্থায়ী সমাধান নয়। মানসম্পন্ন স্কুল-কলেজ ও স্যাটেলাইট শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে উপজেলা ও জেলা পর্যায়ে হোস্টেল নির্মাণের পরিকল্পনাও চলছে।

সরকার পার্বত্য অঞ্চলে একটি প্রকৌশল কলেজ, নার্সিং কলেজ, ছাত্রাবাস, এবং অনাথালয় নির্মাণের উদ্যোগ নিয়েছে। এসব প্রকল্প শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তুলবে।

পার্বত্য চট্টগ্রামে স্টারলিংক ইন্টারনেট সংযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, এবং কৃষি ও অর্থনৈতিক প্রকল্পের মাধ্যমে সরকার অঞ্চলটিকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টার নেতৃত্বে এবং সবার সহযোগিতায় একটি সমৃদ্ধ, ঐক্যবদ্ধ, এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: বাসস

 

এমএএইচ

শেয়ার করুনঃ