.png)

টেক্সট থেকে ভিডিও করে দেবে গ্রোক
Published : ১৮:০৯, ১১ আগস্ট ২০২৫
ইলন মাস্কের এক্স অর্থাৎ সাবেক টুইটার নতুন এক এআই-চালিত ফিচার নিয়ে হাজির। এর নাম ‘ইমাজিন’। এই ফিচার দিয়ে টেক্সট বা ছবি থেকে সরাসরি ভিডিও তৈরি করা যায়। গ্রোকের এই টেক্সট-টু-ভিডিও সুবিধা গত সপ্তাহে এক্স প্রিমিয়াম ও গ্রোক সাবস্ক্রাইবারদের জন্য চালু হয়েছে। এখন মার্কিন ব্যবহারকারীরা সীমিত সময়ের জন্য বিনামূল্যে এটি ব্যবহার করতে পারছেন।
সোশ্যাল মিডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, এক্সএআই দাবি করছে ইমাজিন বাজারের দ্রুততম ও সবচেয়ে মজার ভিডিও জেনারেটর। শিগগিরই এই ফিচারে তৈরি সেরা ভিডিওগুলোর জন্য একটি ডেডিকেটেড ফিড চালু হবে। এছাড়া, ছবি থেকে ভিডিও তৈরির নতুন অপশনও যোগ হয়েছে, যেখানে স্থির ছবিকে অ্যানিমেট করা যায়।
ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মেও এ ধরনের ফিচার আছে, কিন্তু এক্স-এর সহজ ইন্টিগ্রেশন এটিকে আলাদা করে তুলছে। গ্রোকের এই প্রযুক্তি এক্সকে ভিডিও-কেন্দ্রিক প্ল্যাটফর্মে রূপান্তরের পথে এগিয়ে নিচ্ছে। ব্যবহারকারীদের জন্য এটি ক্রিয়েটিভিটির নতুন দুয়ার খুলে দিচ্ছে বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি।
এমএএইচ