শুক্রবার; ২২ আগস্ট ২০২৫; ৬ ভাদ্র ১৪৩২

ইলন মাস্ককে ২৯ বিলিয়ন ডলারের শেয়ার উপহার দিলো টেসলা ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইলন মাস্ককে ২৯ বিলিয়ন ডলারের শেয়ার উপহার দিলো টেসলা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১২:৩১, ৬ আগস্ট ২০২৫

ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে ধরে রাখতে ৯ কোটি ৬০ লাখ রেস্ট্রিক্টেড শেয়ার উপহার দিয়েছে। এসব শেয়ারের মূল্যমান ২৯ বিলিয়ন ডলার। টেসলার ভাষ্যমতে, এটি সিইওকে ধরে রাখা এবং তার মনোযোগ অন্যান্য প্রজেক্ট থেকে টেসলার দিকে ফিরিয়ে আনার জন্য একটি প্রথম ধাপের, সদিচ্ছার পদক্ষেপ।

এর আগে মাস্ক হুমকি দিয়েছিলেন, যদি তিনি টেসলার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ না পান, তবে তিনি তার মনোযোগ অন্য কোথাও, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার দিকে সরিয়ে নেবেন।

কোম্পানিটি জানিয়েছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক আইনি জটিলতার কারণে গত কয়েক বছর ধরে কোনও বেতন নেননি। তার ৫৬ বিলিয়ন ডলারের ২০১৮ সালের বেতন প্যাকেজ নিয়ে আইনি ঝামেলা চলছে (ডেলওয়্যারের একটি আদালত এটিকে দুবার বাতিল করে দেয়, ফলে টেসলা আপিল করে)। কোম্পানিটি আরও উল্লেখ করেছে, ২০১৮ সাল থেকে তাদের শেয়ারের বাজার মূল্য ৭৩৫ বিলিয়ন ডলার বেড়েছে।

তবে যদি আগের বেতন প্যাকেজ পুনরায় কার্যকর করার আপিলে টেসলা জয়ী হয়, তাহলে এবার দেওয়া শেয়ারগুলো বাতিল হয়ে যাবে।

উল্লেখ্য, মাস্কের সাম্প্রতিক রাজনৈতিক কার্যকলাপের কারণে টেসলার বিক্রি কমে যাওয়া সত্ত্বেও এই বিপুল পরিমাণ শেয়ার তাকে দেওয়া হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ