.png)

সহজ হলো মোবাইল রোমিং সেবা
Published : ১৬:২৮, ২৬ এপ্রিল ২০২৫
দেশের বাইরে গিয়ে দেশীয় মোবাইল সংযোগ ব্যবহার করতে হয় রোমিং সেবার মাধ্যমে। এই রোমিং সেবা গ্রহণের পদ্ধতিতে আগে বেশ জটিলতা ছিলো। সম্প্রতি সেটা আরও সহজ করা হয়েছে। এখন থেকে রোমিং করা মোবাইল সংযোগের বিল দেশের বাইরে গিয়েও টাকায় পরিশোধ করা যাবে। সম্প্রতি রোমিংয়ের চার্জ টাকায় নেওয়ার অনুমতি প্রদান করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবার ভ্রমণে গ্রাহক প্রতি সর্বোচ্চ ছয় হাজার টাকা এবং এক বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত রোমিং বিল টাকায় নেওয়া যাবে। পাশাপাশি কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শর্তে বলা হয়েছে, এই সুবিধা নিতে গ্রাহকের কাছে বৈধ ভিসা এবং আন্তর্জাতিক ভ্রমণের টিকিট থাকতে হবে।
এছাড়া ভ্রমণের কমপক্ষে সাত দিন আগে রোমিং সেবা চালু করতে হবে। সেই সাথে একজন গ্রাহক একাধিক মোবাইল নম্বর বা ভিন্ন অপারেটরের সিম ব্যবহার করলেও নির্ধারিত আর্থিক সীমা অতিক্রম করতে পারবেন না।
মোবাইল অপারেটররা বিদেশি নেটওয়ার্ক অপারেটরদের বিলও পরিশোধ করতে পারবে। এজন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নির্দিষ্ট নির্দেশনা মেনে চলতে হবে।
এমএএইচ