.png)

এখন বেসিস চলবে কিভাবে?
Published : ০৯:২৩, ১৯ মে ২০২৫
দেশের সফটওয়্যার ও সেবাপণ্য নির্মাতাদের সংগঠন বেসিসে প্রশাসক নিয়োগে উচ্চ আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। অপর দিকে বেসিস পরিচালনা করার মতো কেউ নেই। নেই বেসিসের সচিবও। ফলে প্রশ্ন উঠেছে বেসিস এখন চলবে কিভাবে? সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে এই নিয়ে চলছে আলোচনা। আলোচনায় উঠে এসেছে এভাবে চললে বেসিসে কর্মরতদের বেতন ভাতা ও ঈদ বোনাস কিভাবে দেওয়া হবে। প্রশাসক না থাকলে নির্বাচন আয়োজন কিভাবে সম্ভব হবে।
চেম্বার জজ বিচারপতি রেজাউল হক গত ১৪ মে (বুধবার) এ আদেশ দিয়েছেন। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের কার্য তালিকার ৩৬ নম্বরে আইনজীবী একেএম নুরুল আলমের করা রিটের স্থগিতাদেশটি শুনানির অপেক্ষায় রয়েছে। চেম্বার জজ আদালতে নতুন করে গত ১১ মে ফাইল করা হলে ১৪ মে আদালত স্টে অর্ডার দেন। ফলে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বেসিসে নতুন করে কোনও প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না।
উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর বেসিসে প্রশাসক হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসানকে নিয়োগ দেয় সরকার। প্রশাসককে সহায়তা করতে ও বেসিসের কার্যক্রম পরিচালনার জন্য প্রকৌশলী রাফেল কবিরের নেতৃত্বে বেসিস সহায়ক কমিটি গঠন করা হয়। তবে ৩০ এপ্রিল বেসিস সহায়ক কমিটি থেকে রাফেল কবির পদত্যাগ করলে ১ মে এই সহায়ক কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর ৪ মে বেসিসের প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন মুহম্মদ মেহেদী হাসান। যদিও শোনা যাচ্ছিলো বেসিস নতুন প্রশাসেক নিয়োগ দেওয়া হবে। তবে আদালতের এই নিষেধাজ্ঞার জন্য সেই পথও আপাতত বন্ধ হয়ে গেলো।
এমএএইচ