বৃহস্পতিবার; ২৮ আগস্ট ২০২৫; ১৩ ভাদ্র ১৪৩২

দশক পূর্তিতে নতুন কিছু ফিচার আনল ইউটিউব মিউজিক ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দশক পূর্তিতে নতুন কিছু ফিচার আনল ইউটিউব মিউজিক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:৪০, ২৩ আগস্ট ২০২৫

ইউটিউব মিউজিক দশম বার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন ফিচার চালু করেছে, যা ভক্তদের মধ্যে জনপ্রিয়তা বাড়াতে ডিজাইন করা হয়েছে। এরমধ্যে রয়েছে ফ্যান ব্যাজ, প্লেলিস্ট কমেন্ট ও ব্যান্ডসইনটাউনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কনসার্ট লিস্টিং। এই ফিচারগুলো ভক্ত ও শিল্পীদের মধ্যে সংযোগ আরও জোরদার করবে।

সোশ্যাল মিডিয়া টুডের তথ্য অনুযায়ী, ইউটিউব ফার্স্ট টু ওয়াচটপ লিসেনার ব্যাজ চালু করেছে, যা ভক্তদের তাদের শিল্পীদের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ দেবে। এছাড়া, অ্যালবাম ও প্লেলিস্টে কমেন্ট করার সুবিধা যুক্ত হয়েছে, যা সঙ্গীতপ্রেমীদের মধ্যে আলোচনা বাড়াবে। ইউটিউব জানিয়েছে, ৪ বিলিয়নের বেশি প্লেলিস্টের ডেটা ব্যবহার করে টেস্ট ম্যাচ প্লেলিস্ট নামে নতুন ফিচার চালু করা হয়েছে, যা দৈনিক আপডেট হবে।

ব্যান্ডসইনটাউনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ভক্তরা এখন শিল্পীদের কনসার্টের তথ্য ও টিকিট সহজে পাবেন। এই উদ্যোগগুলো ইউটিউবকে সঙ্গীত ব্যস্ততার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে, বিশেষ করে টিকটকের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায়।

এমএএইচ

শেয়ার করুনঃ