সোমবার; ০৮ সেপ্টেম্বর ২০২৫; ২৪ ভাদ্র ১৪৩২

বাংলালিংক চালু করলো ভয়েস ওভার ওয়াই-ফাই সেবা ছবি- সংগৃহীত

বাংলালিংক চালু করলো ভয়েস ওভার ওয়াই-ফাই সেবা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১০:২৯, ৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলালিংক দেশে প্রথমবারের মতো ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিওওয়াই-ফাই) সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে গ্রাহকেরা মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে ফোন কল করতে পারবেন। ফলে মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলেও ওয়াই-ফাইয়ের মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগ করা সম্ভব হবে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদনের পর বিভিন্ন ইন্টারনেট সেবাদাতার (আইএসপি) সহযোগিতায় এই সেবা চালু হয়েছে। বাসা, অফিস বা যেসব স্থানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল, সেখানে গ্রাহকেরা বিনামূল্যে ভিওওয়াই-ফাই সেবা ব্যবহার করে স্পষ্ট ও নির্ভরযোগ্য কল করতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের নির্দিষ্ট এলাকার করপোরেট ও ব্যক্তিগত গ্রাহকেরা পরীক্ষামূলকভাবে এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে সেবাটি সারা দেশে সম্প্রসারিত হবে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, ভিওওয়াই-ফাই সেবা চালু আমাদের গ্রাহককেন্দ্রিক প্রতিশ্রুতির প্রতিফলন। এটি যোগাযোগকে আরও স্পষ্ট ও নির্ভরযোগ্য করবে, যাতে গ্রাহকেরা যেকোনো স্থান থেকে নিরবচ্ছিন্ন ডিজিটাল অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।

ভিওওয়াই-ফাই সেবা দুর্বল নেটওয়ার্কের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএএইচ

শেয়ার করুনঃ