মঙ্গলবার; ০৬ মে ২০২৫; ২২ বৈশাখ ১৪৩২

এলো অপো এ৫ প্রোর নতুন ভ্যারিয়েন্ট ছবি- সংগৃহীত

এলো অপো এ৫ প্রোর নতুন ভ্যারিয়েন্ট

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:২৫, ২২ এপ্রিল ২০২৫

অপো বাংলা নতুন বছর উপলক্ষে তাদের বহুল আলোচিত টেকসই স্মার্টফোন অপো এ৫ প্রো-এর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যা০ম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি সারাদেশে পাওয়া যাচ্ছে ২৬ হাজার ৯৯০ টাকায়।

স্মার্টফোন ফটোগ্রাফিতে একেবারে নতুন মাত্রা যোগ করেছে অপো এ৫ প্রো-এর নতুন ভ্যারিয়েন্ট, যার সঙ্গে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড- একটি ব্যতিক্রমী ফিচার যা ডিভাইসটিকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পানির নিচে অনায়াসে চমৎকার সব ছবি তুলতে পারবেন, যা অ্যাডভেঞ্চারপ্রেমী ও ফটোগ্রাফিপ্রেমী মানুষদের জন্য একেবারে গেম-চেঞ্জার।

এআই ইরেজার ২.০ এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে ছবির অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলতে পারেন, আর এআই রিফ্লেকশন রিমুভার গ্লেয়ার বা প্রতিফলন দূর করে আরও পরিষ্কার ও প্রফেশনাল লুকিং ছবি দেয়। এআই আনব্লার ফিচার ঝাপসা বা ফোকাস হারানো ছবিকে আবার স্পষ্ট করে তোলে, ফলে প্রতিটি মুহূর্ত ধরা পড়ে নিখুঁতভাবে।

শক্তিশালী কম্বিনেশন নিশ্চিত করে স্মুথ, স্থিতিশীল ও দক্ষ পারফরমেন্স, হোক সেটা মাল্টিটাস্কিং, ভিডিও দেখা বা যেকোনও অ্যাপ ব্যবহার। ইউজার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে, অপো দিচ্ছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, যা নিশ্চিত করে যে দীর্ঘদিন ব্যবহারের পরেও ডিভাইসটি আগের মতোই পারফর্ম করবে ও সাড়া দেবে।

এমএএইচ

শেয়ার করুনঃ